১৯৩০-এর কানাডার মহামন্দা || ১৯৭৪-এর বাংলাদেশের দুর্ভিক্ষ || 1930s Great Depression || Black Tuesday
Автор: Bangladeshi Canadian Traveller
Загружено: 2020-12-24
Просмотров: 2000
Описание:
১৯৩০ সালে বিশ্বব্যাপী সংঘটিত মহামন্দা’র সূত্রপাত হয়েছিল আমেরিকার ওয়াল স্ট্রিটের শেয়ার বাজারে দরপতনের মধ্য দিয়ে। ১৯২৯ সালের ৪ সেপ্টেম্বরের সেই দরপতনের ঘটনা ক্রমে ক্রমে সারা বিশ্বের শেয়ার বাজারের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করে। এবং এর ফলে ১৯২৯ সালের ২৯সে অক্টোবর মঙ্গলবার সারা বিশ্বের শেয়ার বাজারে একযোগে ধ্বস নামে। সেই মঙ্গলবার’কে বলা হয় কালো মঙ্গলবার বা Black Tuesday. ১৯২৯ সালের সেপ্টেম্বরে শুরু হওয়া এই মন্দা ১৯৩০ সালের শেষ ভাগ পর্যন্ত স্থায়ী হয়।
এই মহামন্দার প্রভাব কানাডা’তেও এসে পরে। বিশেষ করে সাস্কাচুয়ান প্রভিন্সে এর প্রভাব তীব্র আকার ধারণ করে। কারণ মহামন্দার সেই সময়ে এখানকার কৃষি’র উপরে বিপর্যয় নেমে আসে। শস্য খেতের উপর পোকার আক্রমণ, শিলাবৃষ্টি ইত্যাদির কারনে এখানে লক্ষ লক্ষ হেক্টর জমির গম নষ্ট হয়ে যায়। অন্য দিকে ১৯৩০ সালের ধূলি ঝড়ে এখানকার কৃষকেরা কৃষি কাজ করতে পারেনি।
সাস্কাচুয়ান প্রভিন্সের দুই তৃতীয়াংশ মানুষ নিঃস্ব হয়ে যায়। সরকার ত্রাণ বিতরণ করতে গিয়ে প্রচণ্ড অর্থনৈতিক চাপের মধ্যে পরে। প্রেইরি অঞ্চলের এই সময়কে ‘Dirty Thirties’ (নোংরা ত্রিশ) বলে আখ্যায়িত করা হয়ে থাকে। এসময় এখান থেকে প্রায় আড়াই লাখ লোক ভাগ্য পরিবর্তনের জন্য কানাডার পূর্বাঞ্চলে অর্থাৎ অন্টারিও ও কুইবেক প্রভিন্সে চলে যায়।
#কানাডার_মহামন্দা#বাংলাদেশের_দুর্ভিক্ষ#bangladeshi_canadian_traveller
তথ্য সূত্রঃ
কানাডার মহামন্দা ||
https://www.thecanadianencyclopedia.c...
১৯৭৪-এর বাংলাদেশের দুর্ভিক্ষ || https://en.wikipedia.org/wiki/Banglad...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: