বাদাম খাওয়ার পর পানি পানে যে মারাত্মক ক্ষতি হয় | HerbelHealthTips Bangla
Автор: HerbalHealthTips Bangla
Загружено: 2018-09-09
Просмотров: 365
Описание:
চিকিৎসকদের বরাতে আনন্দবাজার বলছে, চিনা বাদাম শরীর গরম করে। বাদাম খেলে শরীরে যে তাপ উৎপন্ন হয় জল তা ঠাণ্ডা করে দেয়। ফলে বাদাম খেতে খেতে জল খেলে সর্দি-গরমও লেগে যেতে পারে।
এছাড়া আমরা জানি যে, বাদামে প্রচুর তেল থাকে। তাই এটি খাবার পর পানি পান করলে খাদ্যনালীতে ফ্যাট জমা হয়। ফলে কাশি হতে পারে।
বাচ্চারা বাদাম খাওয়ার পর পানি পান করলে হজমে সমস্যা হয়। অনেক সময় বাদামে অ্যালার্জির কারণে গলায় চুলকানির সমস্যাও হতে পারে। এমন অবস্থায় পানি পান করলে পরিস্থিতি আরও খারাপ হয়ে পাড়ে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যদি জল খেতেই হয় তা হলে অন্তত ১৫ মিনিট অপেক্ষা করা ভালো।
..........................................................................................................
বাদাম খাওয়ার নিয়ম,
বাদাম খাওয়ার সঠিক সময়,
কাজু বাদাম খাওয়ার নিয়ম,
কাচা বাদাম খাওয়ার উপকারিতা,
আমন্ড বাদাম খাওয়ার নিয়ম,
কাঠ বাদাম খাওয়ার উপকারিতা,
কাচা বাদাম খাওয়ার নিয়ম,
পেস্তা বাদাম খাওয়ার নিয়ম,
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: