ফাস্ট ওয়াইফাই টেকনোলজি ,ওয়াইফাই জোন ,এখন খাগড়াছড়ি সদর এ
Автор: Fast Wifi
Загружено: 2023-10-23
Просмотров: 1292
Описание:
Contact details Fast WIFI Technology Ltd
Mobile. WhatsApp/imo / 01782_367000 / office support phone number. +8809638452076
প্রিয় গ্রাহক ফাস্ট ওয়াইফাই টেকনোলজি লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশে আমরাই সর্ব প্রথম মাত্র এক লক্ষ টাকা বিনিয়োগে ইন্টারনেট ব্যবসা করার সুবর্ণ সুযোগ দিচ্ছি। তারবিহীন ইন্টারনেট প্রযুক্তি নিয়ে কাজ করছি। দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা দীর্ঘদিন যাবত। উল্লেখযোগ্য এলাকা মহেশখালী-আইল্যান্ড, কুতুবদিয়া-আইল্যান্ড, বান্দরবান,রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কুড়িগ্রাম-চরাঞ্চল, নেত্রকোনা, সুনামগঞ্জ, আলীকদম আর্মি ক্যাম্পের মত বিভিন্ন পাহাড়ি অঞ্চলে অনেক আগে থেকেই তারবিহীন ইন্টারনেট সেবা আমরা দিয়ে আসছি। তাছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে, ইতিমধ্যে আমরা অনেক তারবিহীন ইন্টারনেট প্রজেক্ট খুবই দক্ষতার সাথে পরিপূর্ণ করেছি। যেটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং facebook পেজ ভিজিট করলেই দেখতে পাবেন। বাংলাদেশে আমরাই সর্ব প্রথম দিচ্ছি মাত্র ১০ টাকায় আনলিমিটেড ইন্টারনেট তাছাড়াও আমাদের স্বল্প মূল্যে মাসিক প্যাকেজ রয়েছে। গ্রাহকগণ নিজের মোবাইল ফোন থেকে ভাউচার কার্ডের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং বিকাশ, রকেট, ইউ-ক্যাশ ও নগদের মাধ্যমে ইন্টারনেট রিচার্জ করতে পারবেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা তারবিহীন ইন্টারনেট সেবা সমগ্র বাংলাদেশে পৌঁছে দেবার লক্ষ্যে ৫০% কমিশনে ডিলারশিপ প্রদান করছি। তাই দেরি না করে বিস্তারিত জানতে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
সাধারণত আমরা দুই ধরনের সেবা দিয়ে থাকি। একটি হচ্ছে কম্ব তথা কর্পোরেট সংযোগ এবং ডিলারশিপ সিস্টেম । দু ধরনের সার্ভিসেই আমরা লাইসেন্স সাপোর্ট দিয়ে থাকি ব্যবসা করার জন্য। ১. কম্ব কর্পোরেট সংযোগঃ নেওয়ার জন্য এক লক্ষ টাকার মধ্যে সংযোগ চার্জ, সার্ভার রুম, ডিভাইস, রেডিয়াস সফটওয়্যার ইত্যাদি এবং ত্রিশ হাজার টাকা সর্বনিম্ন ছয় মাসের চুক্তিনামা ফার্স্ট ওয়াইফাই টেকনোলজি লিমিটেড এর সঙ্গে থাকতে হবে। জাহা ফেরত যোগ্য এবং প্রতিমাসে সর্বনিম্ন ।
বিশ হাজার টাকা মূল্যের ব্যান্ডউইথ কিনতে হবে। এবং এই টাকার মধ্যেই আমরা পোর্ট ডিক্লার থেকে শুরু করে অন্যান্য খরচ যাহা ইন্টারনেট ব্যবসার জন্য প্রযোজ্য হয়। এবং অন্যান্য খরচ কর্পোরেট গ্রাহকগণ, তাহার ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে বহন করিবে।
দ্বিতীয় হচ্ছে ডিলারশিপ সিস্টেম। ঝামেলা বিহীন ৫০% কমিশনে ইন্টারনেট ব্যবসা করা যায়। ডিলারশিপ নিতে ২ লক্ষ টাকা খরচ হয়। প্রতি মাসে আনলিমিটেড ব্যান্ডউইথ পাওয়া যায়। সপ্তাহের সাত দিন। দিন রাত ২৪ ঘন্টা। কোম্পানি থেকে ফ্রি সাপোর্ট নেওয়া যায়। আলাদা কোন সিকিউরিটি টাকা প্রয়োজন হয় না। কিংবা কোন প্রকার ব্যান্ডউইচের জন্য আলাদা খরচ হয় না। সংযোগ চার্জ থেকে শুরু করে। বিটিআরসি পপ ডিক্লেয়ার, রেডিয়ার সার্ভার, তথা বিলিং সফটওয়্যার, পর্যন্ত কোম্পানি দিয়ে থাকে। এছাড়াও আরো অনেক ধরনের সুযোগ-সুবিধা কোম্পানি থেকে পাবে। এবং ডিলারগণ তাহার ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে টাওয়ার ও ডিভাইস খরচ সামর্থ্য অনুযায়ী বহন করবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: