জীবনের উদ্দেশ্য | তিনটি শূন্যতার গল্প
Автор: Intellectual Adda
Загружено: 2025-12-04
Просмотров: 159
Описание:
জীবনের কোনও এক সন্ধিক্ষণে আমরা অনেকেই থমকে দাঁড়াই—আমি কে? কেন আমি এখানে? কোথায় আমার গন্তব্য? ‘জীবনের উদ্দেশ্য’ বইটি অনুসরণ করে এমন এক নাবিকের জীবনযাত্রাকে, যিনি স্বেচ্ছায় অবসর নিয়ে সমুদ্র-আকাশের সীমানা ছেড়ে পা বাড়িয়েছিলেন অজানা জীবনের পথে।
জীবনের যে নৌকাটি তিনি তাঁর স্ত্রী ও দুই সন্তান নিয়ে বেয়ে চলেছিলেন, তা ভেঙে পড়ে এক বিদেশি মাটির নির্মম বাস্তবতায়। তবুও লন্ডনের সেই অন্ধকার বেসমেন্টের ঘরে—যেখানে সূর্যের একটি কণা পর্যন্ত ঢুকতে পারত না—চারজন মানুষ ভালবাসা, আশা আর হতাশার স্রোতে ভেসেও স্বপ্নকে আগলে রেখেছিল। বিশ্বাস, ধৈর্য ও প্রার্থনা আবার জ্বালিয়ে দিয়েছিল তাদের জীবনের প্রদীপ।
এই মানুষটির জীবনযাত্রা একসময় পরিণত হলো জীবনের উদ্দেশ্য খোঁজার অনুসন্ধানে। তিনি আবিষ্কার করলেন—মানুষ আসলে পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি; আর জীবনের সংগ্রাম পাপের প্রায়শ্চিত্ত নয়, বরং উত্তরণের আহ্বান—লড়তে, জয় করতে এবং বিকশিত হতে।
দিব্যগ্রন্থের শিক্ষার আলোকে, নেতৃত্ব ও কৌশলের দৃষ্টিকোণ থেকে মানবজীবনকে নতুনভাবে ব্যাখ্যা করে এই বইটি বড় বড় প্রশ্নের উত্তর খোঁজে। পাঠকদের সঙ্গে সংলাপের ভঙ্গিতে লেখক উন্মোচন করেন মানবজীবনের মহামিশন—যার কেন্দ্রে আছে পরমেশ্বরের প্রতি সমর্পণ ও মানবতার সেবায় নিজেকে নিবেদন।
🌟 এই পর্বে বইটির দ্বিতীয় অধ্যায়—‘জীবনের উদ্দেশ্য: নেতৃত্ব ও কৌশলের আলোকে ঈশ্বরীয় বার্তা বোঝা—শূন্যতার অনুভূতি থেকে অর্থের সন্ধানে’—এর বর্ণনা তুলে ধরা হয়েছে। 🌟
https://www.amazon.co.uk/PURPOSE-LIFE...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: