মাদ্রাসার শিশু বলাৎকার নিয়ে বাস্তবধর্মী একটি গান।। SHISHU BALATKAR।।RIYADUL HASAN।।SHAHIN ALAM
Автор: মোহাম্মদ আসাদ আলী
Загружено: 2020-09-27
Просмотров: 2454
Описание:
মাদ্রাসার শিশু নির্যাতন বন্ধ হচ্ছেই না। একের পর এক ঘটছে শিশু বলাৎকার, ধর্ষণের ঘটনা। কোমলমতি শিশুদের উপর শিক্ষক নামের এক শ্রেণির নরপশু অকথ্য অত্যাচার চালাচ্ছে যা মাদ্রাসা শিক্ষার উপর মানুষের আস্থা নষ্ট করে দিচ্ছে প্রতিনিয়ত। এই ধরনের ন্যাক্করজনক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গানটি রচনা করেছেন রিয়াদুল হাসান। কণ্ঠ দিয়েছেন শাহীন আলম।
মসজিদে আর মাদ্রাসায়
এ কী গজব হায়রে হায়!
এমাম সাহেব ওস্তাদেরা
করছে বালক বলাৎকার
দাড়ি টুপি লেবাস তাদের
আছে সবই চমৎকার।
নষ্ট মনের মানুষগুলো
হইছে দীনের দোকানদার।
এই কি তোদের কোরান হাদিস
এই কি তোদের এলেম
আল্লাহ-নবীর নাম বেচে খাস
আলেমরূপী জালেম।
নোংরামিতে মগ্ন থেকে
দরবেশীটার কী দরকার?
নষ্ট মনের মানুষগুলো
হইছে দীনের দোকানদার।
নিজের মাসুম বাচ্চাটারে
দেখ না চেয়ে এক পলক
জানবে সে হায় কেমন করে
কে বাবা আর কে ধর্ষক?
সেও বুঝি কোন মাদ্রাসাতে
হচ্ছে লালসার শিকার।
নষ্ট মনের মানুষগুলো
হইছে দীনের দোকানদার।
কওমে লুতের কথা তোদের
নাই কি স্মরণে?
সমকামের পাপে তারা
ডুবল মরণে।
আল্লাহ-নবীর দোহাই লাগে
শিশুটারে দে নিস্তার।
নষ্ট মনের মানুষগুলো
হইছে দীনের দোকানদার।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: