১০৯ নম্বর কলে রক্ষা হল তানিয়ার বাল্য বিবাহ ||Natore news||71Bangla TV
Автор: 71 Bangla Tv
Загружено: 2018-03-04
Просмотров: 172
Описание:
১০৯ নম্বর কলে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেল নাটোরের গুরুদাসপুরে উপজেলার দাদুয়া গ্রামের তানিয়া খাতুন (১৬) নামের এস এস সি’র সদ্যসমাপ্ত পরীক্ষার্থী। এলাকার সচেতন নাগরিগ মহিলা বিষয়ক অধিদপ্তরের জাতীয় হেল্প লাইনে ১০৯ নাম্বারে কল করলে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন মহিলা বিষয়ক অধিদপ্তরের নির্দেশে এই বিয়ে বন্ধ করে দেন। পাশ^বর্তী বড়াইগ্রাম উপজেলার ভরট গ্রামের সেলিম হোসেনের ছেলে নাজমুল হোসেন সজিবের সাথে তানিয়ার বিয়ের কথা ছিল।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন জানান, উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামের আবু তালেবের মেয়ে ও ধারাবারিষা উচ্চ বিদ্যালয় থেকে সদ্যসমাপ্ত এস এস সি”র পরীক্ষার্থী তানিয়া খাতুনের বিয়ের খবর মহিলা বিষয়ক অধিদপ্তরের জাতীয় হেল্প লাইন থেকে শুনার সাথে সাথে পুলিশ পাঠিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং তাৎক্ষণিক মেয়ের চাচা আব্দুল করিম ও Ļ ছাত্রী তানিয়াকে উপজেলা কার্যালয়ে ডেকে আনার পর বাল্য বিবাহ না দেওয়ার শর্তে মুচলেকা নেয়া হয়।
সিংকঃ মোহাম্মদ মনির হোসেন,গুরুদাসপুর উপজেলা নিবার্হী অফিসার।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: