ডাটা শাক এ সার প্রয়োগ । How to Grow Amaranth in Pot.
Автор: Greenlife&milon
Загружено: 2021-04-07
Просмотров: 1999
Описание:
ডাটা (Amaranth) চাষ রবি (শীতকালে) ও খরিফ (গ্রীষ্মকালে) উভয় মৌসুমে শাক-সবজি হিসেবে করা যায়। ডাটায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন-এ, বি, সি, ডি এবং ক্যালসিয়াম ও লৌহ বিদ্যমান। বীজ সরাসরি ছিটিয়ে অথবা লাইন করে বপন করা যায়। লাইনের ক্ষেত্রে বেডের উভয় পাশে ১০ সেমি.বাদ রেখে লম্বালম্বি ২০ সেমি. দূরে দূরে লাইন করে বীজ বপন করতে হবে। বপনের পর কাঠি বা হাতদিয়ে ঢেকে দিতে হবে। বীজ বপনের সময় সম পরিমাণ ছাই বা বালি মিশিয়ে বপন করলে সমভাবেপড়বে। জমিতে রস না থাকলে ঝাঝরি দিয়ে হালকা সেচ দিতে হবে।বীজ বপনের এক সপ্তাহ পর গাছ পাতলা করণ ও আগাছা পরিষ্কার করতে হবে। সারিতে ৫সেমি. পর পর চারা রেখে পাতলা করে দিতে হবে। জমির উপর চটা লেগে গেলে ভেঙ্গেদিতে হবে। এতে করে দ্রুত গাছ বৃদ্ধি পাবে এবং গোড়া পচা রোগ থেকে রক্ষা পাবে।শুষ্ক মৌসুমে এক সপ্তাহ পর পর সেচ দিতে হবে। তা না হলে শাক খসখসে হয়ে যাবে।বীজ বপনের ১৫ দিন পর থেকে খৈল সার উপরি প্রয়োগ করতে হবে। ভালো স্বাদ পাওয়ার জন্য পাতা নরম বা মোলায়েম অবস্থায় শাক সংগ্রহ করতে হবে
facebook link:
/ sid.khan.71271466
MUSIC USED:
Licensed under Creative Commons: By Attribution 3.0
https://creativecommons.org/licenses/...
#greenlife&milon #roof_garden #gardening
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: