আমাজন নদীর উপর কেন একটিও সেতু নির্মাণ করা গেল না - Amazon River Mystery
Автор: তিনসত্য দুনিয়া
Загружено: 2024-07-06
Просмотров: 51
Описание:
পৃথিবীর সবচেয়ে বড় রেইনফরেস্ট অ্যামাজন। সত্তর লক্ষ বর্গ কিলোমিটারের এই বিশাল বনটি প্রায় ৫ কোটি বছর পুরোনো। আর বিশাল এই বনের মধ্যে দিয়েই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী অ্যামাজন বয়ে চলেছে। ৬ হাজার চার’শ কিলোমিটার দীর্ঘ এই নদী ব্রাজিল, পেরু, বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডরের মধ্য দিয়ে গিয়ে সর্বশেষে আটলান্টিক মহাসাগরে মিলিত হয়েছে। তবে সবচেয়ে রহস্যের ব্যাপার হল অ্যামাজন নদীর পাশের দেশগুলো নিজেদের যোগাযোগের জন্য এখনও কেন একটিও সেতু নির্মাণ করা গেল না।
মূলতঃ (১) অ্যামাজনের ওই এলাকায় বৈশ্বিক উষ্ণায়ন এবং শুষ্ক আবহাওয়ার কারণে নদীর উপর ব্রিজ নির্মাণ করা বেশ ঝুঁকিপূর্ণ। কেননা সেখানে নদী সারা বছর স্বাভাবিক থাকলেও বর্ষা মৌসুমে অধিক বৃষ্টির ফলে এর পানি প্রবাহ বেড়ে যায়।
(২) আমাজন নদীর উপর কোন সেতু নেই নদীর তীরে প্রায় কোন স্থায়ী বসতি নেই, তাই সেতুর প্রয়োজন নেই। পরিবর্তে মানুষ নদী পার হওয়ার জন্য ছোট নৌকা ব্যবহার করে। ঠিক আছে বন্ধুরা এবার বিস্তারিত: অ্যামাজন নদীতে সেতু না থাকার আসল কারণ গুলো জানব তিনসত্য দুনিয়া র এই পর্বে।
#tinsatyoduniya
#amazon
#riverbridge
#rainforest
#amazonjungle
SEE MORE VIDEOS: / তিনসত্য
=============================
👍Like, Comment and Share this video with your friends.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: