শিকারির শিবলিঙ্গে গো মাংস অর্পণ। ২০২৫ সালের সেরা কৃর্তন ও তত্ব কথা
Автор: সনাতনি সংস্কৃতি
Загружено: 2025-10-10
Просмотров: 717
Описание:
শিকারির শিবলিঙ্গে গো মাংস অর্পণ।
২০২৫ সালের সেরা কৃর্তন ও তত্ব কথা #kriton #কৃষ্ণ #sonatoni #sorts
এই কাহিনি আমাদের শেখায়, ভক্তির মর্ম কখনও বাহ্যিক আচারে বা নিয়মে সীমাবদ্ধ নয় — তা নির্ভর করে হৃদয়ের পবিত্রতা ও বিশ্বাসের গভীরতায়।
একজন শিকারি প্রতিদিন বনে পশু হত্যা করে জীবিকা নির্বাহ করত। তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল পেটের জোগান। একদিন প্রবল ঠান্ডা রাতে, শিকার করতে গিয়ে সে একটি গাছের ডালে আশ্রয় নেয়। অজান্তেই সে সেই ডালে বসেছিল যার নীচে ছিল এক শিবলিঙ্গ। সারা রাত জেগে থাকতে গিয়ে সে যাতে ঘুমিয়ে না পড়ে, তাই মাঝে মাঝে গাছের উপর থেকে জলভরা পাতায় জমা শিশির শিবলিঙ্গের ওপর ঝরিয়ে দিত। অজান্তেই সে তখন শিবের পূজা করছিল।
পরদিন সকালে তার শিকার করার উদ্দেশ্যে একটি পশুর মাংসও সে শিবলিঙ্গের সামনে রেখে দিয়েছিল — কারণ তার ধারণা ছিল, যাকে সে রক্ষা করছে, তাকেও খাদ্য দিতে হয়। যদিও তার কাছে সেটি ছিল সাধারণ দান, কিন্তু শিব তাতে দেখলেন এক নিষ্পাপ হৃদয়ের ভক্তি।
দেখতে হয়তো সে "পাপ" করছিল — গরুর মাংস শিবলিঙ্গে অর্পণ, যা শাস্ত্রবিরুদ্ধ। কিন্তু তার অন্তরের উদ্দেশ্য ছিল পবিত্র — সে ভেবেছিল, তার মতোই এই দেবতাও নিশ্চয় ক্ষুধার্ত। শিব তখন আনন্দে আবির্ভূত হন এবং তাকে আশীর্বাদ দেন। বলেন,
এই কাহিনি আমাদের মনে করিয়ে দেয় — শিব শুধুমাত্র বিধান বা আচার মানেন না, তিনি ভোলানাথ, অর্থাৎ ‘সহজে ভোলা’, যিনি ভক্তির সরলতায় মুগ্ধ হন। শিকারির গরু-মাংস অর্পণ শিবের কাছে অশুদ্ধ ছিল না, কারণ তা এসেছিল এক অকলুষিত হৃদয় থেকে।
এই ঘটনার মূল শিক্ষা:
ভক্তির আসল মূল্য বাহ্যিক আচার নয়, অন্তরের নিঃস্বার্থ ভালোবাসা।
শিব এমন এক ঈশ্বর, যিনি হৃদয়ের ভাব দেখেন, দানের বস্তু নয়।
নিষ্ঠা ও সততা থাকলে অজ্ঞতাও পবিত্রতায় রূপ নেয়।
শুদ্ধ মন নিয়ে যে কোনো কাজই হয়ে ওঠে উপাসনা।
এই কাহিনি প্রমাণ করে — ভক্তি যতই অজ্ঞ বা সাধারণ হোক, যদি তা নিঃস্বার্থ হয়, তবে তা ভগবানের চরণে অর্পিত অমূল্য রত্নের সমান।
#ভোলেনাথ #ভক্তিরতত্ত্ব #শিবলিঙ্গ #ভক্তিরমর্ম #শিকারিরভক্তি #শুদ্ধমন
শিকারির শিবলিঙ্গে গো মাংস অর্পণের কাহিনি, ভক্তির মর্ম ও শিবের করুণা, শিকারির ভক্তি গল্প, ভক্তির আসল অর্থ কি, অজ্ঞান ভক্তির ফল, ভোলেনাথের দয়া, হৃদয়ের পবিত্রতায় শিব সন্তুষ্ট, গরু মাংস দিয়ে শিব পূজা, ভক্তির শক্তি, শিবের অলৌকিক আশীর্বাদ, ভক্তির তত্ত্ব কাহিনি, শিবভক্ত শিকারির গল্প, শিবলিঙ্গ পূজার রহস্য, নিঃস্বার্থ ভক্তির উদাহরণ, শিকারির ভক্তি ও শিবের অনুগ্রহ, সত্য ভক্তির পরিচয়, শিবলিঙ্গে অর্পণ করা মাংসের শিক্ষা, ভক্তি আচার নয় অন্তরের ভাব, শিবের ভক্তির প্রকৃত তাৎপর্য, ভোলানাথের প্রেম ও ভক্তির গৌরব, ভক্তির ফলস্বরূপ ঈশ্বর দর্শন, শিবভক্তির প্রেরণামূলক গল্প, শিব পুরাণ ভিত্তিক কাহিনি, শিকারির পূজা ও শিবের করুণা, শিবের কাছে ভক্তি কেন সর্বোচ্চ, পবিত্র ভক্তির জয়, শিকারির মাংস অর্পণের আধ্যাত্মিক অর্থ।
ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আপনাদের সহযোগিতা পেলে আমরা আরো কীর্তন পরিবেশন করতে পারবো 🙏🙏🙏🙏
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: