মানুষ গুরু নিষ্ঠা যার | Manush Guru Nishtha Jar | ফরিদা পারভীন | Farida Parveen | লালন গীতি | Lalon
Автор: Vaab Torongo - ভাব তরঙ্গ
Загружено: 2022-09-28
Просмотров: 88
Описание:
This is a wonderful creation of Fokir Lalon Shai.
ফকির লালন শাহ্
--------------------------
লালন (১৭ অক্টোবর ১৭৭৪ – ১৭ অক্টোবর ১৮৯০) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং ‘বাউল-সম্রাট’ হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। তার গানের মাধ্যমেই উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করে।
লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক। যিনি ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবীসহ অসংখ্য মানুষকে। তার গানগুলো মূলত বাউল গান হলেও বাউল সম্প্রদায় ছাড়াও যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে। গান্ধীরও ২৫ বছর আগে, ভারত উপমহাদেশে সর্বপ্রথম, তাকে ‘মহাত্মা’ উপাধি দেয়া হয়েছিল।
মানুষ গুরু নিষ্ঠা যার | Manush Guru Nishtha Jar | ফরিদা পারভীন | Farida Parveen | লালন গীতি | Lalon Geeti
-------Lyrics-------
ভবে মানুষ গুরু নিষ্ঠা যার
সর্ব সাধন সিদ্ধ হয় তার ||
মানুষ গুরু নিষ্ঠা যার
ভবে মানুষ গুরু নিষ্ঠা যার
নদী কিংবা বিল-বাওড়-খাল
সর্বস্থলে একই এক জল ||
একা মেরে সাঁই, ফেরে সর্বঠাঁই ||
মানুষে মিশিয়া হয় বিধান তার
মানুষ গুরু নিষ্ঠা যার
ভবে মানুষ গুরু নিষ্ঠা যার ||
নিরাকারে জ্যোতির্ময় যে
আকারে স্বাকার হইল সে
দিব্য জ্ঞানী হয়, তবে জানতে পায় ||
কলি যুগে হলেন মানুষ অবতার
মানুষ গুরু নিষ্ঠা যার
ভবে মানুষ গুরু নিষ্ঠা যার ||
বহু তর্কে দিন বয়ে যায়
বিশ্বসে ধন নিকটে পাই ||
সিরাজ সাঁই দেখে বলে লালনকে ||
কুট-তর্কের দোকান সে করে না আর
মানুষ গুরু নিষ্ঠা যার
ভবে মানুষ গুরু নিষ্ঠা যার ||
সর্ব সাধন সিদ্ধ হয় তার
মানুষ গুরু নিষ্ঠা যার
ভবে মানুষ গুরু নিষ্ঠা যার ||
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: