৫০ বছরেও নির্মান হয়নি কাংশা ইউনিয়ন পরিষদ ভবন |ইউনিয়ন পরিষদ |কাংশা ঝিনাইগাতী |শেরপুর ||
Автор: শেরপুর প্রতিদিন(Dailysherpur)
Загружено: 2023-02-07
Просмотров: 140
Описание:
ইউনিয়ন পরিষদ হল বাংলাদেশে পল্লী অঞ্চলের সর্বনিম্ন প্রশাসনিক একক। গ্রাম চৌকিদারি আইনের ১৮৭০ এর অধীনে ইউনিয়ন পরিষদের সৃষ্টি হয়। এ আইনের অধীনে প্রতিটি গ্রামে পাহারা টহল ব্যবস্থা চালু করার উদ্দেশ্যে কতগুলো গ্রাম নিয়ে একটি করে ইউনিয়ন গঠিত হয়।
শেরপুর কাংশা ইউনিয়নে পাহাড়ী এলাকায় গাড়ো পাহাড়ের পাদদেশে অবস্থিত। এই কাংশা ইউনিয়নে গজনী অবকাশ রয়েছে। ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার ০৮ (আট) কিলোমিটার পশ্চিমে কাংশা ইউনিয়ন অবস্থিত।ঐতিহ্যবাহী কাংশা ইউনিয়নে উপর দিয়ে দুটি নদী যেমন শমেশ্বরী নদী যে নদী ভারত থেকে বালিজুরী হয়ে কাংশা গ্রাম দিয়ে আয়নাপুর বাজার ঘেষে দুপুরিয়া হয়ে ধানশাইল ইউনিয়নে প্রবেশ করেছে। আর অন্য নদীটি ভারত থেকে সরাশরি কাংশা ইউনিয়নে প্রবেশ করেছে।
জোকাকুড়া, তাওয়াকুচা,গুরুচরন দুধনই,কাংশা.নাচনমহুরী,বিষ্ণুপুর,পানবর,আয়নাপুর কাড়াগাও,দুপুরিয়া,বাকাকুড়া,গান্ধিগাও,নওকুচি,হালচাটি, গজনী সহ ষোলটি গ্রাম এবং গ্রামগুলির নামের সাথে নানান ইতিহাস জরিত, সব মিলিয়ে প্রায় আটত্রিশ হাজার লোকের বসবাস।এলাকাবাসীর দুঃখ গত ৫০ বছরেও হলোনা ঝিনাইগাতী উপজেলার ১ নং কাংশা ইউনিয়ন ভবনটির নির্মান কাজ ।
গান্ধিগাও, এলাকার রমেন সাংমা( ৫০ )বলেন কাংশা ইউনিয়নে মধ্য বিজিপি ক্যাম্প এবং ফরেষ্ট রেন্জ কার্যালয় এবং প্রতিবছর লক্ষ লক্ষ পর্য্ টকের আগমন ঘটে গজনী অবকাশে । বিনোদনের জন্য ছুটে আসেন বাংলাদেশের নামী দামী বিখ্যাত মানুষ গুলি । এখানে রয়েছে আদিবাসীদের বসবাস এবং তাদের নিজস্ব কালচার সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর রিতিনিতি ধারণ করে থাকে । অথচ আমাদের এ ইউনিয়ন পরিষদের একটি ভবন নেই ।
এ ইউনিয়নে অনেক প্রখ্যাত ব্যক্তি জনগনের দীর্ঘ মেয়াদী সেবা করার সুযোগ পেলেও কোন রহস্য কারনে জায়গা থাকা সত্বেও পরিষদের ভবনটি আদৌ নির্মান হয়নি । চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন মরহুম মোঃ সাইফুল ইসলাম , হাফিজুর রহমান, বীরমুক্তিযুদ্ধা ফনিরা কোচ,আনোয়ার হোসেন , মোঃ আব্দুর রউফ এবং বর্তমান চেয়ারম্যান মোঃ আতাউর রহমান।
এবিষয়ে চেয়ারম্যান আতাউর রহমান বলেন,পরিষদে বিভিন্ন সেবা নিতে আসা যেমন অতি দরিদ্রদের জন্য কর্মসংস্হান কর্মসূচী গ্রহণ ,স্বাস্ব্য সেবা,ধর্মীয় সেবা ,সুপেয় পানির ব্যবস্থা,সরকারী সম্পদ রক্ষানাবেক্ষন,জন্মনিবন্ধন, নাগরিক সনদ, চারিত্রিক সনদসহ বিভিন্ন প্রকার সার্টিফিকেট প্রদান।হোল্ডিং প্লেট স্হাপন।বাল্যবিবাহ বিভিন্ন প্রকার লাইসেন্স প্রদান,সকল ধরণের শুমারী পরিচালনা.বিধবা,বয়ষ্ক,প্রতিবন্ধী,মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন ভাতা প্রদান ,ডিজিটাল সেন্টারের মাধ্যমে সকল ডিজিটাল প্রযুক্তির সেবা প্রদানে প্রতিনিয়ত অসুবিধা হচ্ছে ।
পরিষদের ভবন না থাকায় । ইউনিয়ন বাসীর পক্ষ থেকে আকুল আবেদন এবং স্থানীয় এমপি শেরপুর ৩ আমাদের শেরপুর ২ আসনের এমপি এবং জাতীয় সংসদের উপনেতা এবং জাতীয় সংসদের হুইপ মহোদ্বয় , শেরপুরের সু-যোগ্য জেলা প্রশাসক মহোদ্বয়,শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নিবার্হী অফিসার ,স্থানীয় সরকারের কাছে কাংশা ইউনিয়ন পরিষদ ভবনটির নির্মান করার জন্য আবেদন করছি ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: