উলপুর - ভৌগলিক ইতিহাস | ULPUR
Автор: Banga biswas
Загружено: 2021-09-15
Просмотров: 74
Описание:
ULPUR
উলপুর
-ভৌগলিক ইতিহাস
উলপুর গ্রাম ও পোস্ট অফিস পূর্বের ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহাকুমায় অবস্থিত ছিল। বর্তমানে বাংলাদেশের গোপালগঞ্জ সদর উপজেলায় উলপুর গ্রাম । এই উলপুরের ভৌগলিক ইতিহাস ভাল করে বুঝতে হলে একে পূর্ববঙ্গ-- এখন বাংলাদেশে ও তার জেলাগুলির কমপক্ষে সংক্ষিপ্ত বিবরণ দিতেই হবে ।
প্রথমে দেখা যাক বাংলাদেশের মানচিত্র । এই রচনায় সব জেলা উল্লেখ না করে কেবলমাত্র ময়মনসিংহ, সিলেট, ঢাকা পাবনা- গঙ্গার উত্তরে এবং ফরিদপুর, যশোহর, খুলনা ও বরিশালের প্রতি দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে । কেননা এই জেলাগুলিতে যে জনগোষ্ঠী- তথা নমঃশূদ্র দের বসতি বেশি; তাই জেলা গুলির অবস্থান গুরুত্বপূর্ণ। উলপুর গ্রামকে ভালো করে চিনতে হলে এটিকে আলাদা করে দেখা উচিত হবে না । তাই প্রথমেই আমি বাংলাদেশের মানচিত্রের দিকে তাকাই ।
এখন বনগাঁ মহাকুমা পশ্চিমবঙ্গে- কিন্তু পূর্বে বনগাঁ মহাকুমা অধিকাংশকালে যশোর জেলার মধ্যে অন্তর্ভুক্ত ছিল ।
পূর্ববঙ্গ ছিল নমঃশূদ্রদের- আমার গবেষণায় ‘বঙ্গ’ জাতির দেশ । তারাই পূর্ববঙ্গের ভূমি সন্তান । তাদের নামে দেশের নাম হয়েছিল । এই বঙ্গজাতি প্রাচীনকালে গঙ্গার উত্তরে, পোন্ড্রদেশের পূর্বে অবস্থিত ছিল। পরে গঙ্গার দক্ষিনে বঙ্গ নামে পরিচিত হয় ।এ বিষয়ে পরে বিস্তারিত আলোচনা হবে ।
গাঙ্গেয়- বঙ্গের বদ্বীপ এই ফরিদপুর, যশোর খুলনা-বরিশালের বিশাল বিল অঞ্চল । এই ব-দ্বীপের সীমানা দেখানোর জন্য বাংলা পিডিয়ার ‘Bangladesh-Bangal Delta’ একটি মানচিত্র উদ্ধৃত করা হলো ।
Map- ( Renel )
বঙ্গ দেশের মানচিত্র নিয়ে আলোচনা করতে হলে রেলেনের মানচিত্র গুলির দিকে দৃষ্টি আকর্ষণ করতে হবে। তার 1779 খ্রিস্টাব্দের মানচিত্র- River of the eighteenth century অত্যাধিক গুরুত্বপূর্ণ । এই মানচিত্রটি উদ্ধৃত করা হলো ।
Map- (Gopalganj sadar upozila)
এই মানচিত্র তীক্ষ্ণ ভাবে দেখলে নজরে পড়বে যশোর খুলনা, ফরিদপুর ও দক্ষিণ ফরিদপুর বরিশালের বিল অঞ্চল সমগ্র জেলাগুলি বিল- জেলা আখ্যা দেয়া অনুচিত হবে না । বাস্তবে ইংরেজ আমলে বিল দেশ বলেই পরিচিত ছিল । আরেকটি ভৌগলিক দিক উল্লেখ যোগ্য হল ব্রহ্মপুত্র নদী । পূর্বে এই নদী ময়মনসিংহ জেলার পূর্ব দিক দিয়ে প্রবাহিত হতো।
এক সময় যশোর, খুলনা, ফরিদপুর, বরিশালের গ্রামের পর গ্রাম কেবলমাত্র নমঃশূদ্র জনগোষ্ঠীর বসবাস ছিল । ১৯৪৭ সালে বঙ্গ বিভাগ হয়ে যাওয়ার পর এই ছবি হয়তো অনেক পরিবর্তন হয়ে গেছে ।
বাংলাপিডিয়ার গোপালগঞ্জ সদর উপজেলায় উলপুরের কাছাকাছি অনেক গ্রাম উল্লেখিত আছে ।গোপালগঞ্জ টাউন ব্যতীত সাতপাড়, বৌলতলী, করপাড়া, নিজড়া, দুর্গাপুর,হরিদাসপুর ইত্যাদি । তাই এই মানচিত্র নিন্মে সংযুক্ত করা হলো ।
Map- 3 – Ulpur map ( reconstructed )
অবশেষে আসি উলপুর ও তার অতি নিকটের ভূগোলের দিকে । প্রথমেই বলে রাখা দরকার এই মানচিত্র ১২০০ খ্রিস্টাব্দের । এখনকার ভূগোল কি থাকতে পারে তার পুননির্মাণ ( reconstructed ) কেন ১২০০ সালে , এ বিষয়ে উত্তর দেব। প্রথমে এই মানচিত্রের বর্ণনা করি । উত্তর দিক থেকে এই বিবরণ শুরু করি ।
মোল্লার বিল- পূর্বে এই বিল একটি বিশাল জলাশয় ছিল । এই বিল থেকে একটি বড় খাল সৃষ্টি হয়ে মোল্লাকান্দি গ্রামের মাঝখান দিয়ে চলেছে । মোল্লাকান্দির পশ্চিমে আরেকটি মোল্লাকান্দির বিখ্যাত গ্রাম রাউৎখামার। প্রকৃতপক্ষে রাউৎখামার মোল্লাকান্দি একসঙ্গে উচ্চারিত হতো স্থানীয় মানুষদের মুখে । মোল্লাকান্দির উত্তরপূর্বে আরেকটি বিখ্যাত গ্রাম পশ্চিমনিজড়া । মোল্লার বিল থেকে নির্গত খালের নাম ছিল উলপুর খাল । একটু দক্ষিণ দিকে আসলে তার বাঁ দিকে তেতুলিয়া হাট । ডানদিক থেকে এই খাল থেকে আরেকটি খাল হয় বয়ে চলেছে তার নাম তেতুলিয়া খাল। তেঁতুলিয়া গ্রামের উত্তর- পশ্চিম ঘিরে এই খাল দক্ষিণ দিয়ে পড়েছে উলপুর খালের সাথে।
উলপুর খাল উলপুর গ্রামের পশ্চিম দিক দক্ষিণ দিকে গিয়ে উলপুর গ্রাম ছেড়ে একটি শাখা পশ্চিম দিকে গিয়ে খালে হরিদাসপুর - রঘুনাথপুর হয়ে মিশেছে মধুমতির সাথে। আরেকটি শাখা দক্ষিণ দিক দুর্গাপুর হয়ে বহুদূর বয়ে বাখরগঞ্জ এখন বরিশালে গিয়ে পৌঁছেছে । যে সময়ের কথা বলছি অর্থাৎ ১২০০ খ্রিস্টাব্দ । বক্তিয়ার তখনও বঙ্গ জয় করেনি । সে সময় ছিল সেন বংশের রাজত্ব ।
মনে রাখা দরকার উলপুর ইত্যাদি সব বিলের দেশ । আষাঢ় মাস থেকে শুরু করে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন ও কার্তিক মাসের কিছু অংশ চারিদিকে কেবল জল আর জল। গ্রামগুলি জলের উপরে এক একটি দ্বীপ । ১০/১২-৩০ ফুট পর্যন্ত গভীর জল । এটাই ছিল দক্ষিণ ফরিদপুর, যশোর, খুলনা ও বরিশালের ভৌগোলিক বৈশিষ্ট্য । এই গভীর জলে মাইলের পর মাইল সবুজ ধানের ভর্তি থাকতো । অগ্রহায়ণ- পৌষ-মাঘ মাসে জল নেমে আমন ধান । তারপর জেগে উঠবে এই দেশ । যেখানে ১০/১২ ফিট জল সে জায়গা শুকিয়ে ফুটবল খেলার মাঠ হবে । রাস্তা - ঘাট- সব লোক পায়ে হেঁটে চলবে । অপূর্ব এই ঋতু পরিবর্তন ।
উলপুর থেকে একটি রাস্তা কোটালীপাড়া হয়ে বাখরগঞ্জ পর্যন্ত ছিল অতীতে।এই রাস্তা দিয়ে যাতায়াত করা হত।
৩০/০৮/২০২১ উপেন্দ্রনাথ বিশ্বাস
সল্টলেক সিটি
কলকাতা -৭০০০৯১
#ulpur #ulpur bangladesh
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: