স্বপ্নবাজ বৃক্ষরোপণ কর্মসূচি | গাছ লাগান পরিবেশ বাঁচান | স্বপ্নবাজ পরিবার | Shwapno Baz Family
Автор: Shwapno Baz
Загружено: 2019-04-12
Просмотров: 64
Описание:
স্বপ্নবাজ বৃক্ষরোপণ কর্মসূচি।
ঢাকা, আশুলিয়া দত্তপাড়া বাইতুল আতিক জামে মসজিদে স্বপ্নবাজ পরিবারের পক্ষ থেকে গাছ লাগানো হয়।
স্বপ্নবাজের অফিশিয়াল ফেইসবুক পেজ লিংকঃ https://mbasic.facebook.com/Shwapnoba...
"পরিবেশের ভারসাম্য রক্ষায় আসুন গাছ লাগাই" স্লোগানকে সামনে রেখে কর্মসূচি পালন করা হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন বাইতুল আতিক জামে মসজিদের খতিব মুফতি মহিউদ্দীন দা.বা. ও স্থানীয় সমাজসেবক মোঃ মনির হোসেন, মোহাম্মদ আলী সহ স্থানীয় আরো অনেকে।
স্বপ্নবাজ পরিবার থেকে উপস্থিত ছিলেন স্বপ্নবাজ প্রতিষ্ঠাতা ও সভাপতি খাদিমুল ইসলাম দিনার। সার্বিক আয়োজনে ছিলেন স্বপ্নবাজ মিনারুল ইসলাম মানিক, আলমগীর হোসাইন, ইদ্রিস আলী, হোসাইন আহম্মেদ সাদী, কাজী মিজানুর রহমান, নাজিম রুবায়েদ, মনজুরুল আলম।
বাইতুল আতিক মসজিদের খতিব মুফতি মহিউদ্দীন দা.বা. বলেন "সমাজকে সুন্দর করতে তরুণদের এগিয়ে আসা প্রয়োজন"।
স্বপ্নবাজ প্রতিষ্ঠাতা খাদিমুল ইসলাম দিনার বলেন "আজকের ছোট্ট একটি গাছ আগামী দিনে যেমন ফুল-ফল ও ছায়া দিবে ঠিক তেমনি তরুনদের ক্ষদ্র কাজ আগামীর সুন্দর একটি বিশ্ব তৈরীতে সহায়ক হবে"।
উক্ত আয়োজনে আম, কাঠাল, সুপারি ও পাতা-বাহার গাছ রোপণ করা হয়। স্বপ্নবাজ পরিবার বিশ্বাস করে, ক্ষুদ্র কোন উদ্যোগই হয়ত সমাজের বড় পরিবর্তনের মাধ্যম হবে, ইন শা আল্লাহ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: