পুতিন দিল্লিতে: তেল, প্রতিরক্ষা সহযোগিতা ও ভূ-রাজনৈতিক সমীকরণে মোদির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক।
Автор: SSRTV –YouTube Channel! 🇧🇩
Загружено: 2025-12-04
Просмотров: 104
Описание:
রাশিয়া–ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যখন ওয়াশিংটন মস্কোর ওপর চাপ বাড়াচ্ছে, ঠিক সেই সময় বিশ্বের বৃহত্তম শক্তিগুলোর মধ্যে অন্যতম কৌশলগত অংশীদার ভারত ও রাশিয়া আবারও মুখোমুখি বৈঠকে বসছে।
দিল্লি ও মস্কোর দীর্ঘদিনের সম্পর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে তিনটি বিষয়—তেল, প্রতিরক্ষা এবং ভূ-রাজনীতি। পুতিনের এই সফরে ভারতের কাছে রাশিয়ার স্বল্পমূল্যের তেল সরবরাহ নিয়ে নতুন আলোচনা হতে পারে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার জন্য ভারত এখন অন্যতম বড় ক্রেতা।
প্রতিরক্ষা ক্ষেত্রেও দুই দেশের পারস্পরিক নির্ভরতা নতুন নয়। ভারতের সামরিক সরঞ্জামের বড় অংশই রাশিয়া-নির্ভর। তাই এই সফরে S-400 সিস্টেমের বাকি সরবরাহ, যৌথ উৎপাদন ও ভবিষ্যৎ নিরাপত্তা চুক্তি—সবই আলোচনার টেবিলে আসতে পারে বলে জানা গেছে।এ ছাড়া, আন্তর্জাতিক মঞ্চে দুই দেশের অবস্থানও সমান গুরুত্বপূর্ণ। ব্রিকস, এসসিও বা জাতিসংঘ—সব জায়গায়ই ভারত ও রাশিয়ার ঘনিষ্ঠতা তাদের কূটনীতিকে একটি আলাদা মাত্রা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ, চীনের উত্থান এবং ইউক্রেন যুদ্ধ–—এসব ইস্যু কীভাবে দুই নেতা মোকাবিলা করেন, তা বিশেষভাবে নজর কাড়বে। ভারত সরকার বলছে, এই সফর কেবল দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন অধ্যায়ই যোগ করবে না, বরং ভবিষ্যৎ আঞ্চলিক রাজনীতিতে ভারতের ভূমিকাও আরও শক্তিশালী করবে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: