ভাড়া কত এসি লোকাল ট্রেনের?
Автор: Akash Barta Video
Загружено: 2025-03-21
Просмотров: 6927
Описание:
ভাড়া কত এসি লোকাল ট্রেনের?
একটা নয়, শিয়ালদহ ডিভিশনে আসছে দুটি এসি লোকাল ট্রেন। ভাড়া কত এসি লোকাল ট্রেনের? কোন কোন রুটে চলবে এই দুটি লোকাল ট্রেন?
ভারতীয় রেলওয়ের দেওয়া তথ্য অনুযায়ী,চেন্নাই'য়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টারিতে ১২ কোচের এই লোকাল ট্রেন তৈরি করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে নয়া এই ট্রেনদুটি হাতে পাবে পূর্ব রেলওয়ে। এই ট্রেনে বৈদ্যুতিন দরজা ছাড়াও জিপিএস নিয়ন্ত্রিত আধুনিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম থাকবে। ট্রেন গুলির গতিবেগ হবে ঘন্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত। তবে কবে থেকে কোন রুটে আর কত ভাড়ায় এগুলি চালানো হবে তা এখনও জানা যায়নি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে এই ট্রেনের ভাড়া ১৫০-২০০ টাকা হতে পারে। ট্রায়াল রান
সম্পূর্ণ হবার পরেই যাত্রীদের ব্যবহারের জন্য এসি লোকাল গুলি যাত্রা শুরু করবে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: