মহিলারা কবর জিয়ারত করতে পারবে কিনা
Автор: @MAয়ের দোয়া@
Загружено: 2025-06-04
Просмотров: 1279
Описание:
এমন বিপরতমুখী দু্ই ধরনের হাদিসের সুন্দর ব্যাখা দিয়েছেন ইমাম তিরমিজি (রহ.)। সমন্বয় করে তিনি লিখেছেন, ইসলামি স্কলারদের মতে- যে হাদিসে কবর জিয়ারতকারী নারীদের অভিশাপ করা হয়েছে; ওই হাদিসটি ইসলামের প্রথম যুগের। যখন কবর জিয়ারত ইসলামে নিষিদ্ধ ছিল। পরবর্তীতে যখন নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়ে কবর জিয়ারতের অনুমতি দেওয়া হয়েছে, তখন নর-নারী নির্বিশেষে সবার জন্যই অনুমতি দেওয়া হয়েছে।
সে কারণে দ্বিতীয় হাদিসে দেখা যাচ্ছে- নবীকন্যা ফাতিমা (রা.) প্রতি জুমাবার নিজের চাচার কবর জিয়ারত করতেন। নবীপত্নী আয়েশা (রা.)-ও কবর জিয়ারত করতেন। আবদুল্লাহ ইবনে আবি মুলাইকা (রহ.) বলেন, একদিন আয়েশা (রা.) কবরস্থান থেকে আসলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কোথায় থেকে আসলেন? তিনি বললেন, আমি আমার ভাই আবদুর রহমান ইবনে আবু বকরের কবরের কাছ থেকে আসলাম। আমি তাকে জিজ্ঞাসা করলাম, নবী করিম (সা.) কি কবর জিয়ারত করতে নিষেধ করেননি? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, নবী করিম (সা.) কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। কিন্তু পরবর্তীতে কবর জিয়ারতের আদেশ করেছিলেন।’ (সুনানে বায়হাকি, হাদিস : ৬৯৯৯; মুস্তাদরাকে হাকিম, হাদিস : ১৩৯২)
#viralvideo #ytshorts #viralvideo #shorts #short
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: