74-তম সাধারণতন্ত্র দিবসে ফিরে দেখা 1950 | Republic Day 2023| Aaj Tak Bangla
Автор: Aaj Tak Bangla
Загружено: 2023-01-25
Просмотров: 518
Описание:
#republicday2023 #history #aajtakbangla #aajtak
গণতন্ত্রের পথ প্রশস্ত করে ভারত আজ ৭৪-তম সাধারণতন্ত্র দিবসের শুভক্ষণে প্রবেশ করেছে। ১৫ অগাস্ট ১৯৪৭ সালে স্বাধীন হয় ভারত। দেশ স্বাধীন হওয়ার পর ছিল না কোনও স্থায়ী সংবিধান। ২৬ জানুয়ারি, ১৯৫০-এ ভারতের সংবিধান কার্যকর হয়। এই দিনটি উদযাপনে করা হয় সাধারণতন্ত্র দিবস। এই দিন থেকে ভারতকে গণতান্ত্রিক দেশ হিসেবে ঘোষণা করা হয়। এদিন, ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ ৩১টি গান স্যালুট নিয়ে ভারতের পতাকা উত্তোলন করে পূর্ণ গণতন্ত্র ঘোষণা করেন। এরপর থেকে প্রতি বছর এই দিনটি সাধারণতন্ত্র দিবস হিসাবে উদযাপন হয়ে আসছে। ভারত সংবিধান শাসিত গণরাজ্য। ২৬ নভেম্বর ১৯৪৯ সালে ভারত সংবিধান গ্রহণ করে। ভারতের পঞ্চবার্ষিকী যোজনার অনুপ্রেরণা নেওয়া হয় সোভিয়েত ইউনিয়ন থেকে। ২৬ জানুয়ারি ভারতের প্রথম নাগরিক রাষ্ট্রপতি পতাকা উত্তোলন করেন। রাজধানী দিল্লিতে এদিন কুচকাওয়াজ, অস্ত্র প্রদর্শন, ট্যাবলো প্রদর্শনের মধ্যে দিয়ে বিশেষ দিনটি অনুষ্ঠিত হয়। এর ঠিক তিনদিন পর বিটিং দ্য রিট্রিট-এর মধ্যে দিয়ে সমারোহ শেষ হয়।
Follow Us on:
Facebook: / aajtakbangla
Twitter: / aajtakbangla
Instagram: / aajtakbangla
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: