শেখ হাসিনার গণভবনের সেই আড্ডাটা আজ আর নেই। হাসিনার ভাইরাল গান। হাসিনার দলবল কোথায় হারালো?
Автор: Deen Beats
Загружено: 2025-10-15
Просмотров: 5570
Описание:
একসময় গণভবন ছিল হাসি-আনন্দে ভরা, ছিল শেখ হাসিনার ঘনিষ্ঠ সঙ্গী, দলবল আর আড্ডার সোনালী বিকেলগুলো। আজ সেই মুখগুলো আর নেই, হারিয়ে গেছে সেই সময় — কেউ জেলে, কেউ বিদেশে, কেউ ক্ষমতার ছায়ায় মিশে গেছে। এই গানটি সেই হারানো সময়, সেই শক্তিশালী রাজনৈতিক পরিমণ্ডল এবং শেখ হাসিনার পুরনো দলবলকে নিয়ে লেখা এক বাস্তব গান।
"This video under youtube ad revenue sharibg policy"
Lyrics:
গণভবনের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই।
কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেলগুলো সেই আজ আর নেই।
আপা আজ দিল্লীতে কাদের কলকাতায় নেই তারা আজ কোনো খবরে।
ফেসিবাদের দোসর সেই চাটুকারের দলবল পালিয়ে আছে যে আজ ভারতে।
হাসিনাকে ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে ঢাকার গারোদে আছে ইনু ভাই।
মানিকটা কাঁদছে জেলের সেলে বসে জাতি করেনি তাকে ক্ষমা তাই।
জয় ভাই আজ শুধু সবচেয়ে সুখে আছে শুনেছি তো কোটি কোটি টাকা তার।
হীরে আর জহরত আগাগোড়া মোড়া সে আমেরিকায় গাড়ি বাড়ি দামি তার।
আপার সোনার ছেলে জুনাইদ পলু দা নেট অফ করে শুধু রাখতো।
আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে চুপফুটা বসে শুধু থাকতো।
একটা দেশে সেই ডিজিটাল মামলায় জনতার গলা চেপে ধরতো।
কখনো রিজার্ভ চুরি কখনো সে আর বাজার এই নিয়ে ভাগাভাগি চলতো।
ভোট ডাকাতি করে যেভাবেই যে জিতুক ঘুম থেকে উঠে এসে জুটতো।
মিথ্যে ভাষণ দিয়ে জমিয়ে আড্ডা মেরে টাকা পয়সা নিয়েই উঠতো।
সেই সাত জন নেই আজ ভবনটা তবু আছে সাতটা পেয়ালা আজও খালি নেই।
একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি শুধু সেই সেদিনের আপা নেই।
কত স্বপ্নের রোদ ওঠে এই দেশে কত স্বপ্ন মেঘে ঢেকে যায়।
কত জন এলো গেলো কত জনই আসবে বাংলাদেশটা শুধু থেকে যায়।
Keywords:
গণভবন গান, শেখ হাসিনা দলবল, হাসিনার পুরনো সময়, রাজনৈতিক নস্টালজিয়া, আওয়ামী লীগ ইতিহাস, ক্ষমতার পরিবর্তন, বাংলাদেশ রাজনীতি, রাজনৈতিক বাস্তবতা, নস্টালজিক বাংলা গান, গণভবনের আড্ডা, হারানো নেতৃত্ব, বাংলাদেশ গান, Sheikh Hasina nostalgia, Awami League past, political change Bangladesh
Hashtags:
#গণভবন #শেখহাসিনা #রাজনৈতিকনস্টালজিয়া #বাংলাগান #BangladeshPolitics
প্রোমোশনাল তথ্য:
বিজ্ঞাপণ বা মার্কেটিং প্রোমোশনের জন্য যোগাযোগঃ
📧 Gmail: [email protected]
📱 Whatsapp/Telegram: 01815-087888
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: