দর্শন ও বোধ থাকা জরুরী It is important to have sense and philosophy of life
Автор: Vivek Tirtha
Загружено: 2023-07-06
Просмотров: 18273
Описание: স্বাধীন দেশে মানুষের নিজের ভালো খারাপ বোঝার দায়িত্ব নিজেকে নিতে হয়। সেই ক্ষেত্রে যদি তার বোধ না থাকে তাহলে সেই মানুষের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে এবং রাষ্ট্রের ক্ষেত্রে অত্যন্ত বিপদের বার্তা বয়ে আনে। বোধহীন মানুষ রাষ্ট্রীয় নির্বাচনের ক্ষেত্রেও যেমন সিদ্ধান্ত নিতে পারেনা কাকে তার সবকিছুর দায়িত্বভার দেবে, তেমনই ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও নির্বাচন করতে পারে না কার কথা শুনবে আর কাকে দূরে সরিয়ে রাখবে। এই কারণের জন্য প্রত্যেক মানুষের মধ্যে বোধ থাকা একান্ত জরুরী। এবং এই বোধের উপস্থিতিতেই মানুষের মধ্যে সঠিক জীবন দর্শনের জায়গা তৈরি হয়। যে মানুষের জীবনে কোন দর্শন নেই তার চলার পথ অত্যন্ত বিভ্রান্ত, অনির্দিষ্ট। অনির্দিষ্ট বিভ্রান্ত জীবন সব দিক থেকেই যন্ত্রণাদায়ক। মানুষ কতটা বোধহীন হয়ে পড়েছে তার একটা বড় উদাহরণ বর্তমানে একজন নকল বিষাক্ত কীর্তনয়াকে তারা তাদের জীবনের পথপ্রদর্শক ভেবে ফেলেছে। মানুষের জীবন দর্শন না থাকার সামান্যবোধ না থাকার এটি একটি জ্বলন্ত উদাহরণ।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: