মনোপলি রাখতেই BSCPLC প্রাইভেট সেক্টরে সাবমেরিন কেবল আটকেছে | AMINUL HAKIM
Автор: Views Bangladesh
Загружено: 2025-11-25
Просмотров: 33
Описание:
মনোপলি রাখতেই BSCPLC প্রাইভেট সেক্টরে সাবমেরিন কেবল আটকেছে | AMINUL HAKIM | VIEWS BANGLADESH
বিএনপি ক্ষমতায় গেলে এই সরকারের গৃহিত নীতিমালা পূণর্মূল্যায়ন করবে। শনিবার টেলিকম এন্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনিব) আয়োজিত গোলটেবিল বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এই মন্তব্য করেন। বৈঠকে বক্তরা বলেন দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ ক্ষুন্ন করে বিদেশীদের স্বার্থ রক্ষা করে কোন নীতিমালা হলে এই দেশের জনগণ মেনে নেবে না।
শনিবার রাজধানীর একটি হোটেলে টেলিযোগাযোগ খাতে তড়িঘড়ি করে জাতীয় নীতি সংশোধনের সরকারি উদ্যোগের প্রতিক্রিয়ায় "আগামীর বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ : টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের দেশিয় উদ্যোক্তাদের ভবিষ্যত।" শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে টেলিকম এন্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনিব)।
সভায় প্রস্তাবিত নীতিমালায় দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ ক্ষুন্ন করে বিদেশী উদ্যোক্তাদের স্বার্থ রক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেন টেলিযোগাযোগ খাতের দেশিয় উদ্যোক্তারা। বিদেশী উদ্যোক্তারা আমাদের ব্যাংক থেকে লোন নিয়েই আমাদের দেশে বিনিয়োগ করেছে, তারা দেশের বাইরে থেকে কোন অর্থ আনছে না বলে অভিযোগ করেন তারা।
এই গোল টেবিল বৈঠকে বক্তব্য রাখেন আইএসপিএবি - এর সভাপতি আমিনুল হাকিম।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: