শাহানা বাড়ির আড্ডা | podcast | Episode-02 | kazi Ruma| Kamrunnahar Munni | Aanon Siddiqua
Автор: Goopybagha Productions Limited
Загружено: 2025-10-01
Просмотров: 232
Описание:
সৎ মা থেকে জুলেখা—‘বাড়ির নাম শাহানা’তে রুমা ও মুন্নির অভিজ্ঞতা
‘বাড়ির নাম শাহানা’ সিনেমায় গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন রুমা ও মুন্নি। রুমা অভিনয় করেছেন সৎ মা ও খালার চরিত্রে, আর মুন্নি হয়েছেন বাড়ির মধ্যমণি জুলেখা। পর্দার আড়াল থেকে তাঁদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ পেয়েছে বিশেষভাবে।
দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকার পর আবার ক্যামেরার সামনে দাঁড়ানো প্রসঙ্গে রুমা বলেন, “লীসা একদিন ফোন করে বলল আমাকে কাস্ট করতে চায়। স্ক্রিপ্ট হাতে পেয়ে দেখি ২৩টা সিকোয়েন্স—এত বড় চরিত্র আমার জন্য ভাবা সত্যিই অবিশ্বাস্য ছিল। প্রথমে নার্ভাস লাগলেও লীসার সঙ্গে আলাপ-আলোচনার পর আত্মবিশ্বাস পাই। অবশেষে আমি কাজটি করার সিদ্ধান্ত নিই।”
অন্যদিকে মুন্নি জানালেন জুলেখা চরিত্রের প্রস্তুতির গল্প। “আমি আমার মা, খালা আর নানুকে নিয়ে একটা ‘ভাষা টিম’ বানিয়েছিলাম। ডায়ালগে ভুল হলে তাঁরা ধরিয়ে দিতেন। মনে হয়েছে এই চরিত্রটা আসলে যুদ্ধ করেই এনেছি।” তিনি আরও বলেন, “আমার এলাকায় অসংখ্য জুলেখা আছে। তাঁদের জীবনে যে নির্যাতন ও সংগ্রাম, সেই বাস্তব অভিজ্ঞতাই আমাকে চরিত্রে ডুবতে সাহায্য করেছে। সিনেমাটি গৃহকর্মীদের প্রতি সম্মান ও মনোযোগের বিষয়টি সামনে এনেছে।”
শুটিংয়ের অভিজ্ঞতাও দুজনের কাছে স্মরণীয়। রুমা বলেন, “অনেকদিন পর কাজ করছিলাম, তাই প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। সকাল থেকে রাত পর্যন্ত জর্জ ভাইয়ের সঙ্গে গল্প করতাম। পুরো ১৫ দিনেও গল্প শেষ হয়নি।” মুন্নি যোগ করেন, “মেকআপ নিয়ে ভয় ছিল, ভেবেছিলাম সাদা হয়ে যাব। কিন্তু প্রতিটি মুহূর্তই ছিল আনন্দময়, মনে হয়েছে কাজের কোনো সময়ই একঘেয়ে ছিল না।”
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: