টমেটোর ভাইরাস রোগ
Автор: সমৃদ্ধির জন্য কৃষি
Загружено: 2024-12-22
Просмотров: 1474
Описание:
টমেটোর লিফ কার্ল ভাইরাস রোগ (Tomato Leaf Curl Virus - ToLCV):
টমেটোর লিফ কার্ল ভাইরাস একটি গুরুত্বপূর্ণ ভাইরাসজনিত রোগ, যা টমেটো গাছের উৎপাদনে মারাত্মক ক্ষতি করে।
রোগের লক্ষণ:
1. পাতা মোচড়ানো ও পাকানো।
2. পাতার রঙ ফ্যাকাশে বা হলদে হয়ে যাওয়া।
3. গাছের বৃদ্ধি বন্ধ হওয়া বা খর্বাকৃতি হয়ে যাওয়া।
4. ফলন কমে যাওয়া বা ফল আকারে ছোট হওয়া।
রোগ ছড়ানোর কারণ:
সাদা মাছি (Bemisia tabaci) রোগটি বহন করে।
সংক্রমিত গাছ বা অবশিষ্টাংশ।
আবহাওয়ার প্রতিকূলতা।
প্রতিরোধ ও ব্যবস্থাপনা:
1. সাদা মাছি নিয়ন্ত্রণ:
উপযুক্ত কীটনাশক ব্যবহার।
হলুদ আঠালো ফাঁদ স্থাপন।
2. রোগমুক্ত চারা ব্যবহার:
রোগ প্রতিরোধী জাত চাষ করা।
3. পরিচ্ছন্ন কৃষিকাজ:
রোগাক্রান্ত গাছ সরিয়ে ফেলা।
জমিতে আগাছা পরিষ্কার রাখা।
4. ফসল পর্যায়ক্রম:
একই জমিতে টমেটো বারবার না লাগানো।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: