বনগাঁ বাস স্ট্যান্ড থেকে লোকালও দূরপাল্লার বাস ।। বনগাঁ মতিগঞ্জ ইছামতি বাস টার্মিনাল ।।
Автор: Travel Magic
Загружено: 2023-08-20
Просмотров: 4596
Описание:
স্বাধীন ভারতবর্ষের প্রথম বিদেশে বাস পরিষেবা এখান থেকেই চালু হয়েছিল । বনগাঁ মতিগঞ্জ বাস স্ট্যান্ড ।
বন্ধুরা আমি নয়ন সরকার । আমি একজন ফিজিক্যাল ওয়ার্কার । আমার কাজের ফাঁকে ফাঁকে আমি যখনই সময় পাই তখনই একটি বা দুটি ছোটখাটো ট্যুর করে থাকি । আর সেই টুরের কিছু অংশ আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি । তো আজকে আমাদের প্রধান গন্তব্য হচ্ছে বনগাঁ শহর । এই বনগাঁ শহরের তিনটি বাস স্ট্যান্ড আছে । এই তিনটি বাসস্ট্যান্ডের বাস গুলি আমরা আজকে ঘুরে ঘুরে দেখব । এখান থেকে কোথায় কোথায় বাস পরিষেবা চালু আছে সেগুলি জানাবো এবং মোটামুটি লোকাল বাস গুলোর কেমন ভাড়া সেগুলিও জানাব ।
এই লোকাল বাস গুলি ছাড়াও এখানে কিন্তু ইন্টারন্যাশনাল মানের বাস পরিষেবা চালু আছে । কলকাতা থেকে পেট্রাপোল এবং কলকাতা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা যেমন ঢাকা , খুলনা , বরিশালে বাস পরিষেবা চালু আছে এবং সেই বাস টার্মিনাল কিন্তু এই বনগাঁ শহরের পেট্রাপোলেই এই অবস্থিত ।
অনেকে হয়তো বিষয়টি জানেন না , আবার অনেকে জেনেও থাকবেন । আপনি যদি সরাসরি কলকাতা থেকে বাস পরিষেবার মাধ্যমে বাংলাদেশে যেতে চান তাহলে যেতে পারেন । আবার যদি কলকাতা থেকে বাস পরিষেবায় প্রথমে এই পেট্রাপোল এবং তারপরে চেক আউট করে বর্ডার থেকে বাংলাদেশে ঢুকে আবার পুনরায় বাঁস ধরতে পারেন । সেই জন্য এই পেট্রাপোলে ও একটা ছোটখাটো বাস স্ট্যান্ড গড়ে উঠেছে ।
আশা করি ইনফরমেশন গুলো তোমাদের অনেক উপকারে লাগবে । যদি উপকারে লাগে তাহলে Like , Shere , Comment এবং Channel Subscribe করতে অবশ্যই ভুলবে না ।
Your Questions ----
India's first international bus stand .
Kolkata to Dhaka bus journey .
How to crossing a international border by bus .
India to Bangladesh .
বনগাঁ বাস স্ট্যান্ড
বনগাঁ বাস স্ট্যান্ড থেকে কোথায় কোথায় বাস পরিষেবা চালু আছে।
বনগাঁ বাসস্ট্যান্ডে কতগুলি বাস আছে।
বনগাঁ তে কতগুলি বাস স্ট্যান্ড আছে।
বনগাঁ থেকে পেট্রাপোল এ কিভাবে যাব।
#interview #international #india #bharat #bangladesh #bus #viral #nayan #tour #internationalborder#trending#petrapole#bonding #busstand
Thank you for watching my videos .
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: