ঐতিহ্য হারাচ্ছে নরসিংদী’র তাঁত শিল্প | ETV News
Автор: ETV News
Загружено: 2018-02-24
Просмотров: 5084
Описание:
ঐতিহ্য হারাচ্ছে নরসিংদী’র হস্তচালিত তাঁত শিল্প। সর্বশেষ, তাঁতশুমারীর তথ্য অনুসারে, মোট তাঁতের অর্ধেকই অচল। এমনকি, আধুনিক প্রযুক্তি নির্ভর পাওয়ারলুমের উপর যারা আস্থা রেখেছিলেন, তারাও কাঁচামালের উচ্চমূল্য; পুঁজি’র অভাব ও পণ্যে’র বাজার মূল্য না পেয়ে সংকটে পড়েছেন।
হস্তচালিত তাঁত শিল্পে’র ঐতিহ্যে সমৃদ্ধ জেলা, নরসিংদী। দীর্ঘদিন ধরেই তৈরী করছে শাড়ি, লুঙ্গি, গামছা। এমনকি, কাতান, জামদানীও তৈরী হয় এখানে।
সময়ের দাবীতে, গ্রামীন শিল্পটিতে লাগে আধুনিক প্রযুক্তির ছোয়া। যুক্ত হয়, বিদ্যুৎ চালিত তাঁত বা পাওয়ার লুম। তাতে কতটুকু এগুলো পুরো শিল্প? পরিসংখ্যান কিন্তু বলছে, উল্টো পথে যাচ্ছে, এই ব্যবসা।
যারা, আশান্বিত হয়ে, আধুনিকায়ন করেছিলেন, তাদেরও মাথায় হাত। বিটিএমসি’র অনেকগুলো সুতারকল বন্ধ থাকায়, লাটে উঠেছে পুরো ব্যবসাপাতি। মিলছেনা, ন্যার্য বাজারদরও।
সরকারী সুদ-মুক্ত ঋণ পেতেও তাঁতবোর্ড ও ব্যাংক কর্মকর্তাদের হয়রাণির মুখে পড়ার অভিযোগও বিস্তর। আর, ঘামঝড়িয়ে পাওয়া ঋণে’র অর্থমূল্য এতই কময়ে, এতে চলে না কলের চাঁকা।
হারিয়ে যেতে বসা তাঁত শিল্প রক্ষায়, নতুন নতুন প্রকল্প নেয়ার কথা বলছে তাঁতবোর্ড।
জাতীয় রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, ধর্ম, লাইফস্টাইল, বিনোদন, শিক্ষাসহ দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করে রাখুন ইটিভি নিউজ চ্যানেল https://goo.gl/LJdbpT
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: