বিংশ শতাব্দীর মুসলিম জাগরণের অন্যতম নকীব, কবি, দার্শনিক, চিন্তাবিদ ও রাজনীতিক আল্লামা মোহাম্মদ ইকবাল
Автор: All in All
Загружено: 2025-04-26
Просмотров: 30
Описание:
আল্লামামোহাম্মদইকবাল #bangladesh #jamaat #dhaka #newsupdate #বাংলাদেশরাজনীতি
বিশ্বকবি আল্লামা ইকবাল ছিলেন একাধারে উর্দু ও ফারসি ভাষার শ্রেষ্ঠ কবি, যিনি ইসলামী পুনর্জাগরণের স্বপ্ন দেখেছিলেন চিন্তার মুক্তি ও আত্মিক জাগরণের মাধ্যমে। ইউরোপে উচ্চশিক্ষা লাভ করে তিনি পাশ্চাত্যের দর্শন, সমাজতত্ত্ব ও রাজনীতির গহীনে প্রবেশ করেছিলেন, কিন্তু ইউরো’পের দর্শন তাকে দিকভ্রান্ত করতে পারেনি। বরং পা’শ্চা’ত্যের দর্শনকে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি লিখেছিলেন--
“মদীনার ধুলোবালি আমার চোখের সুরমা হয়ে আছে, তাই প’শ্চিম আমাকে প্রতারিত করতে পারেনি।”
তাঁর কাব্যগ্রন্থ ‘শিকওয়া’, ‘জওয়াবে শিকওয়া’, ‘রুমূযে বেখুদি’, ‘আসরারে খুদি’ ইত্যাদি গ্রন্থে উঠে এসেছে একটি আত্মমর্যাদাশীল মুসলিম সমাজের দৃষ্টিভঙ্গি। পাকিস্তান রাষ্ট্র গঠনের পেছনেও ইকবালের চিন্তা ছিল মেরুদণ্ডস্বরূপ। ফলে তিনি 'মুফাক্কির-ই-পাকিস্তান' (পাকিস্তানের চিন্তানায়ক) ও 'শায়েরে মাশরিক' (প্রাচ্যের কবি) উপাধিতে ভূষিত হন।
আল্লামা ইকবালের কবিতা ও চিন্তার জোয়ার যেন পূর্ণতা পেত আরেক ইসলামী আন্দোলনের পথিকৃৎ শহী’দ আল্লামা সাঈদীর কণ্ঠে—যিনি ইকবালের দর্শনকে আপন করে নিয়েছিলেন হৃদয়ে, কণ্ঠে ও কর্মে। বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা শহী’দ আল্লামা সাঈদী বর্ণনা করছেন বিংশ শতাব্দির শ্রেষ্ঠ কবি আল্লামা ইকবালের কথা।
Subscribe to our vlogging channel for a glimpse into our daily routines, thoughts and experiences as we navigate life's twists and turns. Every person has a story to tell, and our channel is here to amplify those voices! Join us in highlighting the triumphs, struggles and aspirations of people around the world. Get the inside scoop on your favorite products with our review channel! From in-depth analysis to real-world testing, we provide the information you need to know. Thank you.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: