📌 আপনার কি বিয়ে হচ্ছে না?📌
Автор: Cupping Care : Hijama & Ruqyah Center
Загружено: 2025-10-26
Просмотров: 365
Описание:
📌 আপনার কি বিয়ে হচ্ছে না?📌
.
🔹আপনার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, কিন্তু বিয়ে হচ্ছে না? সামাজিক অবস্থান, চেহারা-সৌন্দর্য এবং শিক্ষা-দীক্ষা—সব কিছু ঠিক থাকা সত্বেও কোনো সম্বন্ধই আসছে না? দু-একটা সম্বন্ধ আসলেও পরে আর কথা এগুচ্ছে না? বারবার বিয়ে ভেঙ্গে যাচ্ছে? আপনার পছন্দ হলে অপরপক্ষ রিজেক্ট করে দিচ্ছে? অপর পক্ষের পছন্দ হলে আপনার পছন্দ হচ্ছে না?
.
🔹যদি দীর্ঘদিন থেকে এ অবস্থা চলতে থাকে, তাহলে আপনার জ্বীন, যাদু কিংবা বদনজরে আক্রান্ত থাকার সম্ভাবনা অনেক বেশি! হ্যাঁ, বিয়েশাদি তক্বদীরের ফয়সালা অনুযায়ীই হবে, কারও হয়তো পারিপার্শ্বিক বিভিন্ন কারণে এমনিই বিয়েতে বিলম্ব হতে পারে—কিন্তু এর সঙ্গে যখন বিয়েতে বাঁধা সৃষ্টিকারী জ্বীন, যাদু কিংবা বদনজরের লক্ষণ দেখা দিবে, তখন বিষয়টা স্বাভাবিক ভেবে উড়িয়ে দেওয়াটা হবে নির্ঘাত বোকামো।
.
✅তাহলে আসুন জেনে নিই, কোন কোন লক্ষণ দেখে প্রাথমিকভাবে বুঝতে পারবেন, আপনি বিয়ে বন্ধের যদু কিংবা বিয়েতে বাঁধা সৃষ্টিকারী জ্বীন বা বদনজরে আক্রান্ত!
.
১. বিয়ের আলোচনা শুরু হলেই অসুস্থ হয়ে পড়া কিংবা চেহারা ফ্যকাশে হয়ে যাওয়া।
২. ভালোমন্দ যেমনই হোক সকল প্রস্তাবদাতাকেই খারাপ লাগা এবং অহেতুক সন্দেহ তৈরি হওয়া।
৩. বিয়ে করতে একদমই ইচ্ছে না হওয়া; সারাজীবন একাকী থাকার চিন্তা আসা।
৪. কেউ বিয়ের কথা বললে তার প্রতি রাগ আসা।
৫. ঘুমের মধ্যে ভয় পাওয়া এবং ঘুম থেকে উঠার পর অস্থিরতা অনুভব করা।
৬. কোনো কারণ ছাড়াই মাথায় যন্ত্রণা কিংবা ব্যথা হওয়া। এমনকি ডাক্তারি চিকিৎসায় ব্যথা ভালো না হওয়া।
৭. কোনো অসুস্থতা ছাড়াই পেটে ব্যাথা হওয়া; এসিডিটির সমস্যা বেড়ে যাওয়া।
৮. ঘুমে প্রায়ই ইন্টেমিসি ফিল করা এবং ঘরে একাকী থাকতে পছন্দ করা।
৯. শরীরে প্রায়ই খামচি বা আঁচড়ের দাগ হওয়া।
১০. ভয়ংকর স্বপ্ন দেখা কিংবা স্বপ্নে খাবার খাওয়া।
.
🔰 সুতরাং বিয়ে না হওয়ার পাশাপাশি যদি এই লক্ষণগুলোর অধিকাংশই আপনার মধ্যে থাকে, তাহলে অবশ্যই আপনার উচিত "রুকইয়াহ"র মাধ্যমে এই সমস্যার দ্রুত সমাধান করা। রুকইয়াহ সংক্রান্ত যেকোনো পরামর্শ পেতে অথবা সরাসরি রুকইয়াহ করাতে যোগাযোগ করুনঃ মোবাইল :: 01600-375353 (ফোন/হোয়াটসঅ্যাপ)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: