সম্মিলিত অভিযানে সঙ্ঘবদ্ধ প্রতারক চক্রের চার হ্যাকার গ্রেফতার
Автор: NEWSAN24
Загружено: 2025-10-09
Просмотров: 50
Описание:
সম্মিলিত অভিযানে সঙ্ঘবদ্ধ প্রতারক চক্রের চার হ্যাকার গ্রেফতার
আজ ০৯ অক্টোবর ২০২৫ খ্রি. রাজশাহী জেলার বাঘা থানাধীন গড়গড়ী ইউনিয়নের আশরাফপুর গ্রাম হতে রাত ০৩:০৫ টায় বিকাশ ও ইমো প্রতারকচক্রের চারজন হ্যাকারকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশ।
গ্রেফতারকৃত হ্যাকারদের নাম যথাক্রমে ১। মোঃ জুবায়ের হাসান শিশির (২১), ২। মোঃ জাহিদ হাসান সিজান (১৯) ও ৩। মোঃ শরিফুল ইসলাম সিজান (৩৪), ৪। মোঃ রতন আলী (২৫)। মোঃ জুবায়ের হাসান শিশির ও মোঃ জাহিদ হাসান সিজান রাজশাহী জেলার বাঘা থানার আশরাফপুর গ্রামের মোঃ ফারুক হোসেন লিটনের পুত্র, মোঃ শরিফুল ইসলাম সিজান একই জেলার একই থানার একই গ্রামের মোঃ শহিদুল ইসলামের পুত্র এবং মোঃ রতন আলী একই জেলার একই থানার খানপুর গ্রামের মৃত শফিকুল ইসলামের পুত্র।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম(বার), পিএইচডি-এর নির্দেশে অতিরিক্ত ডিআইজি (অপস্), নওরোজ হাসান তালুকদারের তদারকিতে ফারজানা ইসলাম, পুলিশ সুপার, রাজশাহীর নেতৃত্বে আজ ০৯ অক্টোবর ২০২৫ খ্রি. রাত ০০:০১ টা হতে সকাল ০৬:০০ টা পর্যন্ত কয়েকটি টিম অভিযান পরিচালনা করে। এতে রাজশাহীর বাঘা থানাধীন গড়গড়ী ইউনিয়নের আশরাফপুর গ্রাম হতে বিকাশ, ইমো (সাইবার) হ্যাকার চক্রের চারজন সদস্য গ্রেফতার হয়। গ্রেফতারকৃত হ্যাকারদের হেফাজত হতে নগদ ১,৪৮,৮২৫/-টাকা, ১১ টি বিভিন্ন কোম্পানীর মোবাইল সেট, ১৬টি সিম কার্ড ও ৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উল্লেখ্য, রাজশাহী জেলার বাঘা থানা ও নাটোর জেরার লালপুর থানা এলাকায় বিকাশ ও ইমো প্রতারক চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে প্রতারিত করে টাকা হাতিয়ে নিচ্ছিলো। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে রাজশাহী জেলা পুলিশ, র্যা ব ও সেনাবাহিনীর সম্মিলিত অভিযানে বিকাশ ও ইমো প্রতারকচক্রের ৪ জনকে গ্রেফতার করা হয়। পলাতক অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় এ একটি মামলা রুজু হয়েছে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: