রক্তদান শিবির এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো তালসাগ্রা গ্রামে।
Автор: Googly News
Загружено: 2021-01-24
Просмотров: 31
Описание:
রক্তদান শিবির এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো তালসাগ্রা গ্রামে ।
পাত্রসায়ের ব্লকের অন্তর্গত তালসাগ্রা গ্রামে অনুষ্ঠিত হলো রক্তদান উৎসব। তালসাগ্রা মহাপ্রভু সংঘ বিষ্ণুপুর প্রয়াস প্রচেষ্টায় নেতাজির জন্ম স্মরণ করে অনুষ্ঠিত করল রক্তদান উৎসব সঙ্গে ছিল স্বাস্থ্য ক্যাম্প এবং বাচ্চাদের আবৃতি। দেশাত্মবোধক গান ছোটদের নাচ এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে উৎসবের মেজাজ নেয়। উপস্থিত ছিলেন পাত্রসায়ের BHMO বিষ্ণুপুরের ডাক্তার বাবু এছাড়া মুর্শিদাবাদ জেলার রানীনগর এর বিডিও সাহেব বাঁকিশোল অক্ষয় কুমার ইনস্টিটিউশনের গেম টিচার গোপীনাথ চক্রবর্তী ও বাবলু রায়। দাদাগিরি খ্যাত দিল খান। এছাড়া বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তি বর্গ।গোটা দেশ করোনাভাইরাস এর জর্জরিত থ্যালাসেমিয়া কিডনির রোগীদের
সাপে কামড়ানো ডাইলোসিস সময় প্রচুর রক্ত প্রয়োজন হয়। এই মহামারীর রক্তের সংকটে তাল সংগ্রা মহাপ্রভু সংঘ আরেকবার এগিয়ে এলো রক্তদান শিবিরে। আজ রক্ত দিলেন 90 জন পুরুষ ও মহিলা। মহিলারাও রক্ত দিল স্বতঃস্ফূর্তভাবে। এই মহাপ্রভু সংঘ শুধু রক্ত দান নয় ক্ষুধার্ত মানুষের পাশে ।করোনার অন্ন বস্ত্র দিয়ে সব সময় পাশে দাঁড়ানো। ছাত্র-ছাত্রীদের বই-খাতা প্রদান খেলাধুলার সাজ সরঞ্জাম থেকে শুরু করে ক্লাব সদস্যরা প্রতিনিয়ত কাজ করে চলেছে মানব সেবায়।
#Googly news #Google entertainment news
#Googly entertainment news #Patra shayar #Bankura #talsagra #blood donation camp #cultural program #cultural function
category : news
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: