ঘরে বসেই দিন বিদ্যুৎ বিল (পল্লী বিদ্যুৎ/ডেসকো/নেসকো) (ওজোপাডিকো ) bKash Bill Pay TutorialbKash App
Автор: জরুরী বিদ্যুৎ সেবা
Загружено: 2025-06-08
Просмотров: 621
Описание:
আর নয় লাইনে দাঁড়িয়ে থাকার ঝামেলা! এখন ঘরে বসেই আপনার স্মার্টফোন দিয়ে বিকাশ অ্যাপের মাধ্যমে খুব সহজে বিদ্যুৎ বিল পরিশোধ করুন। এই ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখিয়েছি কিভাবে আপনি আপনার ডেসকো (DESCO), ডিপিডিসি (DPDC), নেসকো (NESCO) বা পল্লী বিদ্যুৎ (Palli Bidyut) -এর বিল বিকাশ দিয়ে পরিশোধ করতে পারবেন।
এই ভিডিওতে যা যা দেখানো হয়েছে:
✅ কিভাবে বিকাশ অ্যাপে 'পে বিল' অপশন খুঁজে বের করবেন।
✅ কিভাবে বিদ্যুৎ বিলের ধরন (প্রিপেইড/পোস্টপেইড) নির্বাচন করবেন।
✅ কোন মাসের বিল দিচ্ছেন তা কিভাবে সিলেক্ট করবেন।
✅ আপনার বিলের কাগজের অ্যাকাউন্ট নম্বর/মিটার নম্বর কোথায় পাবেন এবং কিভাবে অ্যাপে ইনপুট করবেন।
✅ বিলের পরিমাণ চেক করা এবং পিন নম্বর দিয়ে পেমেন্ট সম্পন্ন করা।
✅ পেমেন্টের পর ডিজিটাল রিসিট বা মানি রিসিপ্ট ডাউনলোড এবং সেভ করার নিয়ম।
✅ ভবিষ্যতের জন্য আপনার বিল অ্যাকাউন্টটি সেভ করে রাখার সুবিধা।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও কোনো ঝামেলা ছাড়াই বিকাশ দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। যদি ভিডিওটি আপনার উপকারে আসে,
তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।
যেকোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।
#bKash #ElectricityBill #BillPay #bKashBillPay #DigitalBangladesh #TechBangla #পল্লীবিদ্যুৎবিল #ডেসকোবিল
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন: / @joruribidutseba
আমাদের ফেসবুক পেজ: / shukurjamaddar402
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: