Mutton Biryani ১২০০ গ্রাম ওজনের আস্ত মটন লেগপিস বিরিয়ানি! খাবেন ৬ জন মিলে দামও সস্তা!
Автор: Du Paisa ( দু পয়সা )
Загружено: 2023-06-12
Просмотров: 68
Описание:
চাকদহ: নদীয়ার চাকদার রথতলার মোড়ে একান্ত আপন রেস্টুরেন্ট, বাতানুকূল পরিবেশে সুন্দর আলোর পরিবেশে এই গরমের মধ্যেও বিরিয়ানির প্রেমে মজেছে বহু মানুষ। কেউ খাচ্ছেন মটন বিরিয়ানি কেউবা চিকেন বিরিয়ানি। তবে এই রেস্টুরেন্টের বিশেষ আকর্ষণ মটনের গোটা লেক দিয়ে বানানো এই ১২০০ গ্রাম ওজনের লেগপিস বিরিয়ানি! দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই সুস্বাদু।
১২০০ গ্রাম ওজনের গোটা এই মটন বিরিয়ানিটির দাম মাত্র ১৫৫০ টাকা। খেতে পারবেন অন্তত ৬ জন মিলে একসঙ্গে। থাকবে ছটি আলু এবং ছটি ডিম এবং সঙ্গে আনলিমিটেড রাইস। বিরিয়ানির চাল থেকে শুরু করে আলু মটন প্রত্যেকটি খুব নরম এবং সিদ্ধও হয়েছিল সঠিক মাত্রায়। সুতরাং বলা যেতেই পারে কলকাতার নামিদামি রেস্টুরেন্ট এর থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন চাকদহের একান্ত আপন রেস্টুরেন্ট।
#biryani #mutton #food
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: