সাহারা মরুভূমির নিচে কি আছে? ১০,০০০ বছর আগের সাহারা।
Автор: HereWeLearn (Bangla)
Загружено: 2025-10-11
Просмотров: 317
Описание:
সাহারা মরুভূমির নিচে কি আছে?
আজকের এই ভিডিও তে আমরা আলোচনা করেছি, সাহারার অতীত সবুজে ভরা ছিল,তাহলে কিভাবে এক সবুজ প্রান্তর থেকে এক বিস্তীর্ণ মরুভূমিতে পরিবর্তিত হলো সাহারা। আবার বর্তমান তার সবচেয়ে উষ্ণ মরুভূমির খেতাবও ধরে রাখতে পারেনি, তাহলে পৃথিবীর সবচেয়ে উষ্ণ মরুভূমি কোনটি? সাহারা মরুভূমির বালুর নিচে লুকিয়ে আছে প্রাচীন নদী আর বিশাল ভূগর্ভস্থ জলাধার। আর সাহারার ধুলো ভেসে যায় হাজার মাইল দূরে আমাজনের প্রাণ বাঁচাতে।
আর এক আশ্চর্যকর দৃশ্য, যাকে সাহারা মরুভূমির চোখ, বা the eye of sahara, বা Richad Structure বলা হয়। ৪০ কিলোমিটার ব্যাসের এই বৃত্ত মহাকাশ থেকেও দেখা যায়। হঠাৎ দেখে মনে হয় কোনো বিশাল দানবীয় প্রাণী উঠে আসছে সাহারার বুক থেকে। কেউ বলে এখানে এলিয়েন স্পেসশিপ ল্যান্ড হয়, কেউ বলে উল্কাপাত আঘাতের ফলে এর নির্মাণ হয়েছে আবার কেউ বলে সাহারার বালির নিচে প্রাকৃতিক চাপের ফলে এই structure মরুভূমির নিচে থেকে বেরিয়ে এসেছে। আসল সত্য কেউ জানে না। প্রকৃতির রহস্য অসীম। আমাদের চোখে ধরা পড়া এই মরুভূমি আসলে লুকিয়ে রেখেছে ইতিহাস, জীবন আর প্রকৃতির এক অদ্ভুত সমন্বয়।
আপনাদের কেমন লাগলো এই রহস্যময় তথ্যগুলো? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর শেয়ার করে দিন বন্ধুদের সঙ্গে।”
Video :-
https://www.google.com/url?sa=t&sourc...
Music:-
https://pixabay.com/music/beautiful-p...
https://pixabay.com/music/mystery-hor...
https://pixabay.com/music/ambient-dar...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: