রাজনৈতিক কবিতা ''রাজনীতি'' কবি ইসতাইন আহমেদ আবৃত্তি সাদিয়া ইসলাম Green Head BD জাতীয় রাজনীতি ২০২৩
Автор: Green Head BD
Загружено: 2017-06-07
Просмотров: 1981
Описание:
রাজনৈতিক কবিতা ,রাজনীতিপ্রেমের কবিতা ,বিরহের কবিতা. Green Head BD জাতীয় রাজনীতি ২০২৩ istain ahmed.now he has amazing three books.1.''কখন তুমি এমন হলে'2.চার আঙুলের কপাল 3 মনে কি পড়ে।ইসতাইন আহমেদ Green Head BD
সোনালি অনল
তোমার মুখে ঠোঁটে
ভালোবাসা ওঠে
কৃত্রিম প্রেমে পড়ে মরে মরে অভিজ্ঞ প্রেমিকা হয়ে ওঠো
আমার বুকে বারবার লাথি মেরে স্বাভাবিক তুমি হাঁটো
দক্ষ যোদ্ধার নিষ্ঠুরতার নলে
বারবার ট্রিগারের বুক চাপ
অসহায় হরিণীর পথহীন জীবন
তোমার ফাঁদে পড়ে সন্তানহারা হয়ে
ছুটে যায় বাঘের মুখে নিদারুণ সুখে
দুষ্টু বানর ভালোবেসে স্বর্গ সুখের গর্ত দেয় তাকে
আমার গোলামি জীবন পুড়ে গেছে
তোমার সোনালি অনলে মাঝরাতে।
সভ্যতা
তোমার-আমার কথার মেলায়
সভ্যতার রঙিন খেলায়
কচি মেয়ে প্রেমে পড়ে সর্বস্ব হারায়।
কেউবা আবার নষ্টামিতে
বুকের পাঁজর খুলে দিয়ে
সভ্যতা দেখায়।
শুভ্র জীবন কয়লা দিয়ে
ভেতর-বাহির জ্বালিয়ে দিয়ে
সোনালি প্রেমের কসম খেয়ে
ভণ্ডামি দেখায়।
আমি শুধু আমি আমি
সভ্যতাকে প্রণাম করি
হৃদয় তোমার খুব যে দামি
অশ্লীলতায়।
চোখের লালসায় কতবার খুঁটে খুঁটে খেয়েছ সভ্যতা
জলাভাবে কতবার নিঃস্ব হয়েছো বিস্ফোরিত জলের কণা
দূর থেকে ভালোবেসো
অপ্রেমে জড়াবো যদি কাছে আসো।
বাংলার রূপ
সবুজ ঘাসের বুকে রাখালের পায়ে বাজে স্বর্গের সুখ
প্রজাপতি মেলে ডানা বাঘ মামা দেয় হানা
সবুজ ফলে মূলে বাংলা ভরে ওঠে ঘাঁই হরিণীর চোখে
ছলনার খেলা দেখে বানরের স্বাদ ওঠে নাচন দিতে মানুষের বুকে
আম গাছ জাম গাছ ভালোবাসা মিশে যাক মায়ের বুকে
উপচেপড়া যৌবন যমুনার আগমন শিশুরা সাঁতার দিতে
মায়ের বুকের দুধ ভালোবাসা হয় যোগ ওষুধ রূপে
কামার-কুমার ভাই সৃষ্টির পথে সাপুড়ের বাঁশি কেন ভয় লাগে মিছে
নারীর মায়ায় কেন এত স্বাদ ওঠে ছুটে যায় পৃথিবীর দিকে
বাংলা ভাষায় আছে কত সুর ঘুমপাড়ানি এত সুমধুর
কৃষকের বুকে বাংলা পা দিয়ে ওঠে বিশ্বের বুকে অবিরত
বাংলার রূপ শহীদের রক্তে সুসজ্জিত
বাংলার বুকে লাল-সবুজের পতাকা ধরে অবুঝ শিশু
পূর্ণতা পায় জাতীয় সংগীতে সবটুকু।
নয়নের জল
যদি বুঝতে নয়নের জল কত দামি এই অকালে
তবে জ্বালাতে না মোরে অসহায় পেয়ে অবাক ফাল্গুনে
প্রেম শিখাল চোখের পানি কত করুণ হতে পারে
কোকিলের আর্তনাদ প্রেমিকাকে তিরস্কার করে
আজ ভালোবাসতে লাগে ভয় যদি কিছু হয়
সবাই তো হতে পারে না জুলিয়েট
তবু শিশু চায় আর চকোলেট
এই শিশু ধীরে ধীরে বড় হয়, পায় যৌবন
আসে মনে তার শিহরণ, প্রণয়ের জাগরণ
বক্ষে বাজে তানিশার আগমন
বিদায়ের গানে যদি আসো
সুর তাল সব ভুলে এসো
যদি ছন্দপতনে আসো
আমি বেদুইন হয়ে আজীবন থেকে যাব
নিরুপায় আমাকে জোনাকিও ভালোবেসে দেয় না এইটুকু আলো
তোমাকে দেখিবার
সবাই ভালোবাসার রাজ্য গড়ছে
রেহানা তুমিও ফুলশয্যাতে
আমাকে ভূপতিত করে
বুকের গভীরে প্রেম
বুকের গভীরে প্রেম দেখালে অপ্রেম।
তন্ন তন্ন করে আরব সাগর, পাইনি কোনো শ্যাম
স্বর্গীয় হাওয়া তুমি কেন এলে কাছে
নরক উদার হয়ে হাওয়াকেই ডাকে।
শয়তান মৃদু হেসে সখী বলে ডাকে
তুমি কেন এই হাত ছেড়েছো গোপনে।
তোমার ভেতরে প্রেম কতখানি আছে
আমি শুধু এই ভেবে মুখ ঢাকি লাজে
কিশোর-কিশোরী যদি প্রেমে পড়ে আজ
খোদার কসম প্রিয়া এই সেই রাত
তোমার আঘাত।
জীর্ণ-শীর্ণ
ভেবেছি হঠাৎ প্রেমের পরশ সবচেয়ে দামি
কসম মা গো তোমার প্রেমে সিক্ত আমি।
নষ্ট প্রেমের কষ্ট খেলায়
বলো না সখী কোন গলিতে শুদ্ধ প্রেম বিলায়।
অযতেœ জীর্ণ-শীর্ণ
ভালোবাসা সংকীর্ণ
অতি প্রেমের এমন দিনে
মানবতা চূর্ণ-বিচূর্ণ।
পেঁচা ডাকা রাতে
তুমি কি সুর
নাকি অসম্ভব বাস্তবতায় মৃত ইঁদুর
আমি যুদ্ধের ময়দানে ভয়াবহ রাত
একবার এসে দেখে যাও
কতটা ভালোবাসি প্রভাত।
পৃথিবীর ধূসর পথে হেঁটে হেঁটে
পায়ে কাঁটা গেঁথে
রক্তের গভীরে দেখেছি
ভালোবাসা কতটা রঙিন তোমার ক্ষত গায়ে
আকাশে রংধনু ওঠে
কৃষ্ণচূড়া ভালোবেসে ফুটে
তোমার-আমার বাসরে সঙ্গী হতে
পেঁচা ডাকা রাতে।
শত্র“
সময়ের কাছে ভালোবাসা হেরে ব্যর্থ হলো প্রণয়
তোমার অপ্রেমে ভালোবাসা জন্ম লয়
আমি জানি না অত সব
জানি শুধু তাজমহলে কৃত্রিম প্রেম চলছে অনর্গল
যুবক-যুবতী অভিনয় করে উপহার দেয় সম্বল
আমি নিঃস্ব-সম্বলহীন কম্বল মোড়ে প্রিয়জন
শেমা তুমি কী এমন
সংসারি হয়ে ঘুরছ সারাক্ষণ।
তোমার চোখের সীমিত জায়গায়
অদৃশ্য চোরাবালির চাষাবাদ করেছ কখন।
জানি কোনো জীবন হুট করে থামে না এমন
শুধু থমকে যায় অলিখিত স্মৃতি পাতাঝরা শীত যেমন
যুদ্ধ করতে করতে যোদ্ধা শত্র“ নেই এখন
হে শত্র“ এখন যে তোমায় প্রয়োজন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: