ইব্রাহিম (আ.) ও নমরুদের মাঝে ঘটে যাওয়া কাহিনী।।
Автор: Spice Of Bengal.
Загружено: 2025-11-23
Просмотров: 32
Описание:
“যে রাজা নিজেকে ‘খোদা’ বলত… আল্লাহ তাকে ধ্বংস করলেন মাত্র একটি মশা দিয়ে!”
নমরুদ ছিল এক নিষ্ঠুর এবং অহংকারী রাজা।
তার অহংকার এত বেশি ছিল যে সে দাবি করত—
“আমিই দুনিয়ার ঈশ্বর!”
সে মানুষের ওপর জুলুম করত, অন্যায় করত। এক দিন নবী ইবরাহিম (আলাইহিস সালাম) তাকে আল্লাহর একত্বের দাওয়াত দিলে—
নমরুদ সেটা অপমান করে প্রত্যাখ্যান করল।
ইবরাহিম (আলাইহিস সালাম) তাকে বললেন:
“আল্লাহ জীবন দেন, মৃত্যু দেন।”
নমরুদ হাসতে হাসতে বলল,
“আমি-ও জীবন দেই, মৃত্যু দেই—যাকে ইচ্ছে বাঁচাই, যাকে ইচ্ছে মারি।”
এতটাই ছিল তার অহংকার!
তারপর ইবরাহিম (আলাইহিস সালাম) বললেন:
“আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে ওঠান, তুমি যদি সত্যিই শক্তিশালী হও—
তাহলে সূর্যকে পশ্চিম দিক থেকে ওঠাও।”
এই কথা শুনে নমরুদ ক্ষেপে গেল।
কারণ ইবরাহিম (আ.)-এর দাওয়াত তার মিথ্যা ঈশ্বরত্বকে ভেঙে দিচ্ছিল,
তার রাজ্য, শক্তি, অহংকার—সবকিছুকে চ্যালেঞ্জ করছিল।
মানুষ ইবরাহিম (আ.)-এর কথা শুনতে শুরু করল—
এইটাই ছিল নমরুদের জন্য সবচেয়ে বড় আতঙ্ক।
তাই রাগে-ঘৃণায় সে সিদ্ধান্ত নিল—
ইবরাহিম (আলাইহিস সালাম)-কে মানুষদের সামনে জীবন্ত আগুনে পুড়িয়ে মারবে।
যাতে সবাই ভয় পায়, আর কেউ সত্য কথা বলার সাহস না পায়।
সে একটা বিশাল আগুন জ্বালাল,
এমন আগুন যেটার তাপে পাখি উড়ে যেতে পারত না।
তারপর ইবরাহিম (আলাইহিস সালাম)-কে নিক্ষেপ করল।
যখন ইবরাহিম (আলাইহিস সালাম)-কে সেই বিশাল আগুনে নিক্ষেপ করা হলো,
লোকেরা ধারণা করল—আজ আর তাঁর বাঁচার কোনো সম্ভাবনাই নেই।
আগুন এত বড় যে মানুষ দূর থেকে দাঁড়িয়েও তাপ সহ্য করতে পারছিল না।
ঠিক সেই মুহূর্তে
আল্লাহর পক্ষ থেকে আদেশ নাজিল হলো—
“হে আগুন! তুমি ইবরাহিমের উপর ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও।”
আল্লাহর এই আদেশের সাথে সাথেই
আগুনের তাপ রাতের বাতাসের মতো ঠান্ডা হয়ে গেল,
শিখাগুলো নরম হয়ে এল,
আর আগুনের মাঝখানে দাঁড়িয়ে থাকা ইবরাহিম (আলাইহিস সালাম)
এক ফোঁটা ক্ষতও পেলেন না।
মানুষ তখন হতবাক।
চোখ বড় বড় করে আগুনের দিকে তাকিয়ে আছে।
আগুন জ্বলছে… কিন্তু ইবরাহিম (আলাইহিস সালাম) অক্ষত।
এটা দেখে ভিড়ের মধ্যে নেমে এলো ভয় আর নীরবতা।
কারো মুখে কথা নেই।
কেউ ফিসফিস করে বললো—
“এটা তো আল্লাহর কাজ…”
“এটা সাধারণ মানুষ না… আল্লাহর প্রেরিত।”
অনেকে মনে মনে বিশ্বাস করতে শুরু করল—
যার সাথে আল্লাহ আছেন,
তার ক্ষতি করতে পারে না কোনো আগুন, কোনো রাজা, কোনো শক্তি।
নমরুদ নিজেও স্তব্ধ হয়ে গেল।
তার অহংকার ধূলিসাৎ।
মানুষের চোখে প্রথমবার সে ছোট হয়ে পড়ল—
কারণ তার ঈশ্বর দাবি আজ সবাই দেখল মিথ্যা।
এই ঘটনার পর
মানুষ ইবরাহিম (আলাইহিস সালাম)-এর প্রতি শ্রদ্ধায় নত হয়ে গেল,
আর নমরুদের প্রতি ভয় নয়—ঘৃণা আর হতাশা জন্ম নিল।
নমরুদ চুপসেই গেল—তবু মাথা নত হল না।
এরপর আল্লাহ নমরুদকে শাস্তি দিলেন একদম ভিন্নভাবে—
একটি ছোট্ট মশা পাঠিয়ে।
মশাটি তার নাকে ঢুকে মাথার ভেতর পৌঁছে গেল।
সে ব্যথায় কাঁদত, চিৎকার করত, পাগলের মতো ছটফট করত।
মাথায় জুতো, লাঠি দিয়ে মারলে সাময়িক আরাম পেত,
তাই সে নিজেই বলত:
“মাথায় মারো! আরও জোরে মারো!”
এভাবেই
এক রাজা, যে নিজেকে “ঈশ্বর” দাবি করত,
সে মারা গেল আল্লাহর সৃষ্টি একটি ক্ষুদ্র প্রাণীর কারণে।
সুবাহানাল্লাহ।
#cooking #yummy #viral #ইসলাম #recipe #allah #রেসিপি #আল্লাহ
#নমরুদ
#ইবরাহিম_আলাইহিস_সালাম
#নমরুদএর_অহংকার
#ইসলামিক_গল্প
#ইসলামিক_ইতিহাস
#মশা_দিয়ে_নমরুদের_মৃত্যু
#ইবরাহিম_আস
#ইসলামিক_ভিডিও
#কুরআনের_গল্প
#ইসলামিক_শর্ট
#IslamicVideo
#IslamicStory
#IbrahimAS
#NimrodStory
#QuranStories
#MuslimShorts
#AllahsPower
#SubhanAllah
#IslamicReminder
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: