কিভাবে বুঝবেন আপনি আল্লাহর কাছে অনেক প্রিয়?
Автор: Nur er Poth
Загружено: 2025-10-27
Просмотров: 2558
Описание:
আমরা সবাই জানতে চাই — আল্লাহ আমাদের ভালোবাসেন কি না।
আসলে আল্লাহর ভালোবাসা কেবল কথায় নয়, তা বোঝা যায় আমাদের জীবনের কিছু বিশেষ নিদর্শনে। 💫
🔹 ১. আপনি যদি নামাজে স্থায়ী হন —
নিয়মিত সালাত পড়তে মন চায়, দেরি হলেও পড়ে ফেলেন — এটা আল্লাহর ভালোবাসার নিদর্শন।
“আমার বান্দা যতক্ষণ নামাজে লিপ্ত থাকে, আমি তার সামনে থাকি।” — (হাদিস)
🔹 ২. আপনি যদি পাপ করার পরও তাওবা করেন —
বারবার ভুল করছেন, তবুও ফিরে আসছেন?
জেনে রাখুন, আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন।
“নিশ্চয়ই আল্লাহ তাওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।” — (সূরা আল-বাকারা: ২২২)
🔹 ৩. আপনি যদি পরীক্ষায় ধৈর্য ধরেন —
জীবনে কষ্ট আসছে, কিন্তু আপনি ধৈর্য হারাননি —
এটাই আল্লাহর প্রিয় বান্দার পরিচয়।
“আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন।” — (সূরা আলে ইমরান: ১৪৬)
🔹 ৪. আপনি যদি অন্যের উপকারে আসেন —
মানুষের উপকার করা, কারও কষ্টে পাশে থাকা —
এটাই প্রমাণ যে, আল্লাহ আপনাকে তাঁর বান্দাদের কল্যাণের জন্য নির্বাচিত করেছেন।
🔹 ৫. আপনি যদি আল্লাহকে বেশি বেশি স্মরণ করেন (যিকর করেন) —
যে হৃদয় আল্লাহর যিকরে শান্তি পায়, সেই হৃদয় আল্লাহর কাছে বিশেষ।
“স্মরণ রেখো, আল্লাহর যিকরেই হৃদয় শান্তি পায়।” — (সূরা আর-রাদ: ২৮)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: