দুই ব্যক্তির এপিক নাম্বার একই, বিভ্রান্তি শীতলকুচির হালনাগাদে।
Автор: abn24x7 media and entertariment
Загружено: 2025-11-05
Просмотров: 1231
Описание:
রাজ্যজুড়ে যখন ভোটার তালিকা সংশোধন ও SIR প্রক্রিয়া চলছে, ঠিক সেই সময় শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলের বড় গদাইখোঁড়া এলাকায় দেখা দিল এক আশ্চর্যজনক ঘটনা। একই ভোটার কার্ড নিয়ে দুই ব্যক্তির মধ্যে বিরোধ বাধায় এলাকায় তৈরি হয় ব্যাপক চাঞ্চল্য।
বুধবার দুপুরে BLO কর্মীরা ভোটার তালিকা হালনাগাদের কাজ করছিলেন। সেই সময় স্থানীয় মেহেবুব আলম নামে এক যুবক জানাতে পারেন, তার ভোটার কার্ডে বাবার নাম ও ছবিতে অমিল রয়েছে। যাচাইয়ের পর দেখা যায়, একই এপিক নম্বরে অন্য এক ব্যক্তির ছবি ও ভিন্ন বাবার নাম সংযুক্ত হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, কেউ ইচ্ছাকৃতভাবে একই ভোটার নম্বর ব্যবহার করে তথ্য কারচুপি করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সংশ্লিষ্ট ব্যক্তিকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিশেষজ্ঞ মহলের মতে, রাজ্যজুড়ে ভোটার তালিকা সংশোধনের সময় এমন বিভ্রান্তি নির্বাচন প্রক্রিয়ায় জটিলতা ও অনিশ্চয়তা তৈরি করতে পারে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: