অগ্রদ্বীপের গোপীনাথ মেলা, শুরুতেই ভক্তদের ভিড়ে ঠাসা জেনে নিন মেলার কথা নির্ভীক কণ্ঠের খাস খবর
Автор: NIRVIK KANTHA kHASKHABAR
Загружено: 2022-03-29
Просмотров: 49
Описание:
করোনা কারণে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের অগ্ৰদ্বীপ গ্ৰাম পঞ্চায়েতের অগ্ৰদ্বীপ গ্ৰামে গোপীনাথের মেলা অনুষ্ঠান হয়নি। করোনা কাটিয়ে সোমবার থেকে শুরু হলো অগ্ৰদ্বীপ গ্ৰামে গোপীনাথের মেলা অনুষ্ঠান ৪৫০ বছরে পুরানো গোপীনাথের মেলা। ভাগীরথী তীরে অগ্ৰদ্বীপ গ্ৰামে গোপীনাথের প্রতিষ্ঠা করেছিলেন শ্রীচৈতন্যদেবের পর্ষদ গোবিন্দ ঘোষ। জনশ্রুতি মহাপ্রভু নীলাচলে যাত্রার সময় আরও একজন শিষ্যের সাথে ছিলেন গোবিন্দ ঘোষ। ভাগীরথী তীরে এসেছিল মহাপ্রভু। জনশ্রুতি স্বপ্নাদেশ পেয়ে গোপীনাথদেবের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন গোবিন্দ ঘোষ। তিনি সংসারী হয়েও অকালে তার স্ত্রী ও শিশুসন্তান মারা যায়। তারপর থেকেই গোপীনাথকে সন্তানরূপে দেখতেন তিনি। গোপীনাথ মন্দিরের পাশেই রয়েছে গোবিন্দ ঘোষের সমাধিস্থল। গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ অনুষ্ঠান ঘিরে অগ্ৰদ্বীপ গ্ৰামে প্রতিবছর মেলা বসে। সোমবার থেকে শুরু হয়েছে মেলা,এই মেলা চলবে তিনদিন ধরে। মেলায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী,মন্ত্রী স্বপন দেবনাথ,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিষাদ সামন্ত,কাটোয়া ২নং ব্লকের বিডিও পুষ্পেন্দু সাহা,অগ্ৰদ্বীপ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান নিতাই সুন্দর মুখার্জী সহ প্রশাসনিক আধিকারিকরা। এবার মেলায় ৫লক্ষ পুণ্যার্থী সমাগম হয়েছে। নাম সংকীর্তন থেকে শুরু করে বাউল গানে হচ্ছে মেলায়। গোপীনাথের মেলা ঘিরে মেতে উঠেছেন অগ্ৰদ্বীপের মানুষেরা। এই মেলা ঘিরে অগ্ৰদ্বীপ গ্ৰামে ব্যাপক পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
অগ্ৰদ্বীপ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান নিতাই সুন্দর মুখার্জী এই মেলা নিয়ে কি বললেন আবার
পুণ্যার্থী তপন পাল কি বললেন শুনে নিন
গৌরনাথ চক্রবর্তীর রিপোর্টে
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: