খেলা হবে এবার শিল্পী সমিতির নির্বাচনে : আহমেদ শরীফ | Ahmed Sharif
Автор: ALOCHITO DUNIYA
Загружено: 2024-03-15
Просмотров: 565
Описание:
#আহমেদ_শরীফ #AhmedSharif #শিল্পী_সমিতির_নির্বাচন
খেলা হবে এবার শিল্পী সমিতির নির্বাচনে
শিল্পী সমিতির নির্বাচন: আহমেদ শরীফ বললেন, খেলা হবে
ঢালিউডের শক্তিমান অভিনেতা আহমেদ শরীফ।
একসময় রুপালি পর্দায় নিয়মিত কাজ করলেও এখন আর অভিনয়ে দেখা মেলে না তার।
অভিনয় ও নিজ দেশ ছেড়ে পরিবারসহ পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। বর্তমানে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।
তবে মাঝেমধ্যে স্বল্প সময়ের জন্য দেশে আসেন এই অভিনেতা।
সম্প্রতি দুই সপ্তাহের জন্য ঢাকায় এসেছেন আহমেদ শরীফ। আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনেও থাকবেন বলে জানা গেছে।
এফডিসিতে অবস্থিত শিল্পী সমিতির অফিসে আলাপকালে এ কথা নিজেই জানান আহমেদ শরীফ।
অভিনেতা বলেন, দুই সপ্তাহ দেশে থাকব। তারপর যুক্তরাষ্ট্র গিয়ে আবার দেশে ফিরব।
নির্বাচন প্রসঙ্গে অভিনেতা বলেন, আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে থাকব। কারণ, এর শিকড় আমাদেরই গড়া।
নির্বাচন করছি তবে কোন প্যানেলে এবং কোন পদে করব সেটা পরে জানাব। এবারের নির্বাচনে খেলা হবে! তাই নির্বাচনে থাকতেই হবে।
এর আগে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমেদ শরীফ। এ ছাড়াও তিনবার সাধারণ সম্পাদক ও চারবার সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।
প্রসঙ্গত, প্রায় আট শতাধিক সিনেমায় কাজ করেছেন আহমেদ শরীফ। খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেও চলচ্চিত্রে ভিন্ন ভিন্ন চরিত্রেও দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্য রয়েছে— ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, ‘দেনমোহর’, ‘তিন কন্যা’, ‘বন্দুক’সহ প্রভৃতি।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ এপ্রিল। এরই মধ্যে প্যানেল সাজাতে ব্যস্ত হয়ে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা।
মিশা সওদাগর-মনোয়ার হোসেন ডিপজল নেতৃত্বাধীন প্যানেল থেকে মাহি নির্বাচন করবেন বলে শোনা যাচ্ছে।
মাহির বলেন, মিশা ভাই আমাকে নির্বাচন করার জন্য প্রস্তাব দিয়েছেন। তবে আমি এখনো কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। আর একটু ভেবে চিন্তে তারপর সিদ্ধান্ত নিতে চাচ্ছি। তাছাড়া এখন আমি নতুন করে বেশ কিছু কাজ নিয়ে ব্যবস্ত আছি।
এবারের নির্বাচনে #মিশা_সওদাগর (সভাপতি পদপ্রার্থী) ও #মনোয়ার_হোসেন_ডিপজল (সাধারণ সম্পাদক পদপ্রার্থী) থাকবেন এক প্যানেলে।
অন্যদিকে, ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিদায়ী কমিটির সভাপতি ইলিয়াস কাঞ্চন। সে কারণে বিপাকে পড়েছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিপুণ আক্তার। নিজের প্যানেলের সভাপতির খোঁজে মাঠ চষে বেড়াচ্ছেন তিনি
এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে সাধারণ সম্পাদকের পদ নিয়ে জায়েদ খান ও নিপুণ আক্তারের মধ্যকার দ্বন্দ্ব হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। যদিও এই পদ নিয়ে সৃষ্ট জটিলতার কোনো সুরাহা হয়নি, তবে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন #নিপুণ। বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষের দিকে।
কিছুদিন আগে আলোচিত চিত্রনায়ক ও তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক #জায়েদ_খানের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ বাতিল করা হয়েছে।
অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজনে দ্বি-সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেন বর্তমান কমিটি।
#jibongolpo #JibonGolpo #জীবন_গল্প
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: