তালার ঝুড়িঝাড়া মাঠ: মুসলিম পূর্ব শাসনামলের স্থাপত্য শৈলী
Автор: The Editors
Загружено: 2019-08-15
Просмотров: 602
Описание:
#touristspot
জায়গাটায় কিছুদিন আগেও এটি ছিলো একটা উঁচু মাটির ঢিবি। আর এই ঢিবিকে ঘিরে ছিলো নানা রকম কল্প-কাহিনী। তবে এই ঢিবির নিচে কি আছে সেটা এ অঞ্চলের মানুষের অজানা। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় সবাই বিশ^াস করতো এটা জীনের বাড়ি। তাই এ পথ দিয়ে চলতে ভয় পেতো তারা।
তবে এসব কল্পকাহিনীর উন্মোচন হয়েছে এখন। প্রতœতত্ত্ব অধিদফতর পুরাকীর্তির সন্ধানে খনন কাজ শুরু করেছে।
তারা জানায়, ১২০০ সালের পূর্বের কোন একটি নিদর্শন এটি। মুসলিম শাসন পূর্ব আমলের একটি নিদর্শন বলে ধারণা করছেন প্রতœতত্ত্ব বিভাগ।
প্রতœতত্ত্ব অধিদপ্তরের খননকার্য শেষে উন্মোচন হতে পারে ঝুড়িঝাড়া মাঠের আরো অনেক রহস্য।
বর্তমান সেটি উন্মুক্ত হওয়ায় বহুল আলোচিত সাতক্ষীরার তালার এই ঝুড়িঝাড়া মাঠে পুরাতন মাটির ঢিবির এমন দৃশ্য এক পলক দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার মানুষের ভীড় জমাতে দেখা যাচ্ছে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: