“মৌলভীবাজার পৌর পার্ক- প্রশান্তিময় বিনোদনের স্থান”
Автор: Amar MP
Загружено: 2019-07-08
Просмотров: 156
Описание:
ছিমছাম, গুছানো শহর হিসেবে মৌলভীবাজারের নাম এমনিতেই প্রসিদ্ধ। অভাব ছিল একটি নাগরিক বিনোদন কেন্দ্রের।
মৌলভীবাজার শহরের প্রাণকেন্দে অবস্থিত পৌর পার্ক, পৌর বাসির বিনোদনের অন্যতম কেন্দ্র হিসাবে সেই জায়গা নিতে সক্ষম হয়েছে।বর্তমান সরকারের পৌর মেয়রের কল্যানে বিভিন্ন ফুলের গাছ লাগিয়ে বাগান করে, অবৈধ ফুচকারদোকান উঠিয়ে পৌর পার্ককে অকৃত্রিম প্রাকৃতিক সৌন্দর্যের রুপ দেয়া হয়েছে।
পৌর পার্কের দুই দিকে দুইটি ক্যফেটেরিয়া এবং সিসি ক্যামেরা ও লাইট বসানো হয়েছে।পৌর পার্কটি পৌরসভার পুকুর ঘিরে অবস্থিত, সেই সাথে সারি সারি নারিকেল গাছ পৌরসভাকে অনন্য রুপ দান করেছে।প্রতিদিনের ব্যস্ততার ভিড়ে একটু প্রকৃতির ছোঁয়ায় পরিচ্ছন্ন পরিবেশে শান্তি খুঁজতে এখানে শত শত মানুষ এখানে ভিড় জমান।মৌলভীবাজার পৌর পার্কটি পৌরবাসীর জন্য আশীর্বাদ স্বরূপ যা বর্তমান সরকারের অবদান।
ভিডিওটি গত ২১শে জুন ২০১৯ তারিখে বিকাল ৫টার দিকে মৌলভীবাজার পৌর পার্ক এর ভিতর থেকে
আমার এমপির একজন ভলান্টিয়ার এর ক্যামেরায় ধারণ করা হয়েছে।
ধন্যবাদ মৌলভীবাজার - ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নেছার আহমদ কে এ ধরনের যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করার জন্য।
Join with our Social Media
Facebook: / amarmpbd
FB Group: / 436151570495215
AMARMP.COM is a Voluntary Social Welfare Organisation (VSO) under the Tafsil {act 2(7)} of Voluntary Social Welfare Organisation (Enlistment and Control) law, 2016 (revised draft).
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: