দেশের সবচেয়ে বড় কবুতরের হাট ( ঢাকার কাপ্তানবাজার ) / Pigeon Market
Автор: Sofol Uddoktar Golpo - সফল উদ্যোক্তার গল্প
Загружено: 2016-10-30
Просмотров: 57581
Описание:
দেশের সবচেয়ে বড় কবুতরের হাট, ঢাকার কাপ্তানবাজার।
মানুষের শখের শেষ নেই। দেশের বিভিন্ন প্রান্তে এমন অনেক শৌখিন মানুষ রয়েছেন যাদের একমাত্র শখ কবুতর পোষা। আর এ পোষা পাখিটি নিয়ে তাদের ভেতর উন্মাদনার কোন কমতি নেই।
পুরান ঢাকার বিভিন্ন বাড়ির ছাদে ছাদে কবুতর পালন করা রীতিমত একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। আর এ ঐতিহ্যকে ধারণ করে প্রতিবছরই এ এলাকায় কবুতর ওড়ানোর প্রতিযোগিতা হয়। স্থানীয়রা একে বলে কবুতরের রেস। প্রত্যেক প্রতিযোগী নির্দিষ্ট পরিমাণে কবুতর নিজ বাড়ি থেকে প্রায় ৪০-৪৫ কিলোমিটার দূরবর্তী স্থানে নিয়ে একসঙ্গে ছেড়ে দেয়। যার সবচেয়ে বেশি কবুতর বাড়ি ফিরে আসতে পারে, সেই বিজয়ী হয়। প্রতিবছর এ রকম ৩-৪ টা প্রতিযোগিতা হয় পুরান ঢাকায়।
ব্যবসায়ীরা জানান, যারা শখের বশে কবুতর পালন করে তারা দামের দিকে লক্ষ করে না। পছন্দ হলেই কিনে নিয়ে যায়। প্রত্যেক কবুতরে রয়েছে রঙ তথা প্রজাতিভেদে দামে পার্থক্য। সিরাজি লাল ৬ হাজার, সিরাজি কালো ৪ হাজার ৫০০, সিরাজি হলুদ ৫ হাজার ৫০০, সিরাজি সিলভার ৮ হাজার টাকা। কিং কবুতরের মধ্যে লাল কিং ৭ হাজার, সাদা কিং ৭ হাজার ও হলুদ কিং ১০ হাজার থেকে ১২ হাজার টাকা। ফিলব্যাক কবুতরে রয়েছে তিনটি প্রজাতি সাদা ফিলব্যাকের দাম ২০ হাজার, কালো ৮ হাজার টাকা আর হলুদ ফিলব্যাকের দাম ৩৫ হাজার টাকা। ভুটান নামেও রয়েছে কবুতরের নাম। হলুদ ভুটান কবুতরের দাম ৫ হাজার, কালো ৪ হাজার আর লাল টান কবুতর ৫ হাজার টাকা জোড়া। মুখী বৈশিষ্টের কবুতরের মধ্যে সবচেয়ে বেশি দাম হলুদ মুখীর, যার দাম ৭০ হাজার টাকা জোড়া। এ ছাড়া ব্ল্যাকমুখী ৫ হাজার আর চকোলেটমুখী ১০ হাজার টাকা জোড়া।
এছাড়াও এ বাজারকে কেন্দ্র করে চলছে কবুতর পোষার সামগ্রী বিক্রি। কবুতর পোষার বাঁশের খাঁচা পাওয়া যাচ্ছে ৫০০-৩ হাজার ৫০০ টাকার মধ্যে। আর স্টিলের ছোট খাঁচা ১৫০-৫০০ টাকার মধ্যে। এ ছাড়া নানা দামে বিক্রি হচ্ছে কবুতরের খাবার, খাবার দেওয়ার সামগ্রী, ডিম দেওয়ার জন্য পাত্রসহ অনেক কিছু।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: