এগরায় গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ পর্যটকের,আহত ২
Автор: Haldia News
Загружено: 2020-01-20
Просмотров: 29
Описание:
এগরায় গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ পর্যটকের,আহত ২
শুভম সিং: এগরা:পূর্ব মেদিনীপুর: বালি বোঝাই গাড়ির সাথে আরটিকা গাড়ির সংঘর্ষে মৃত্যু হল দু-জনের।সোমবার রাতে ঘটনাটি ঘটেছে এগরা থানার অন্তর্গত দীঘা এগরা রাজ্য সড়কের নেগুয়াতে।জানা গেছে,এদিন সন্ধ্যায় আরটিকা গাড়িতে করে চালক সহ মোট চার জন দীঘা বেড়াতে আসছিল।হঠাৎই নেগুয়ার কাছে একটি বালি গাড়িকে ধাক্কা মারে আরটিকা।ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জনের।এরপর স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে ছুটে এসে আহত বাকী দুইজনকে উদ্ধার এগরা সুপার হাসপাতালে পাঠানো হয়।পরে তাদের অবস্থার অবনতি হলে তাদের কলকাতায় রেফার করা হয়।এই ঘটনার খবর ঘটনাস্থলে এগরা থানার পুলিশ গিয়ে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।এই ঘটনার পর ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।
মারা যায় সন্দীপ পাড়ি 30 ইনি এসিস্টেন্ট কমিশনারেট কলকাতা ফোর্থ বেটেলিয়ান।
অপরজন সঞ্জয় সোম 32 বাড়ি পশ্চিম মেদিনীপুর নারায়নগর বেনডিহা গ্রাম।পকেটে পরিচয় পত্র দেখে ঠিকানা পাওয়া যায়।
বাকি একজন স্বপন দাসকে কলকাতা রেফার করা হয়। এবং অলক কোনার এগরা সুপার স্পেসিলিটি হসপিটালে ভর্তি ।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: