স্পঞ্জ বো'মা ব্যবহার করে হামাসের বিরুদ্ধে জিততে পারবে ইসরায়েল? Israel । Palestine । Bijoy TV
Автор: BIJOY TV
Загружено: 2023-10-29
Просмотров: 377
Описание:
#Israel #Palestine #ইসরায়েল #ফিলিস্তিন
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান আগ্রাসনে এবার স্থল অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। কিন্তু এই অভিযান নিয়ে দখলদারদের সবচেয়ে বেশি চিন্তার কারণ গাজার মাটির নিয়ে হামাসের তৈরি বিশাল টানেল নেটওয়ার্ক। কয়েকশত কিলোমিটার জুড়ে বিস্তৃত এসব টানেল নেটওয়ার্ক অনেকের কাছেই ‘মাকড়সার জাল’ হিসেবে পরিচিত। সম্প্রতি মুক্তি পাওয়া দুই ইসরায়েলি জিম্মি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারেও হামাসের বিস্তৃত টানেল নেটওয়ার্কের কথা নিশ্চিত করেছেন। অবরুদ্ধ গাজায়, ইসরায়েলকে ফাঁকি দিয়ে বহির্বিশ্বের সাথে মাটির ৮০ মিটার পর্যন্ত গভীরে অবস্থিত এসব সুড়ঙ্গ। মূলত, নিজেদের মধ্যে ও বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের জন্য এসব ব্যবহার করে হামাস গেরিলারা। তাছাড়া অস্ত্র স্থানান্তর ও খাদ্য পণ্য পরিবহনেও এই টানেল ব্যবহার হয়ে থাকে। ইসরায়েলিরা এই টানেল নেটওয়ার্কের নাম দিয়েছে ‘গাজা মেট্রো’।
এবার, গাজাকে হামাস মুক্ত করার জন্য স্থল আক্রমণ শুরু করেছে ইজরায়েলি সেনা। তবে, ইসরায়েলিদের ভয়, এসব সুড়ঙ্গ থেকে হামাসের যোদ্ধারা তাদের ওপর অতর্কিত হামলা চালাতে পারে। একটি ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, এই টানেল নেটওয়ার্ক মোকাবিলায় ইসরায়েল নতুন বোমা তৈরি করেছে। এর নাম দেয়া হয়েছে ‘স্পঞ্জ বোমা’।
কী এই স্পঞ্জ বোমা? চলুন জেনে আসি।
স্পঞ্জ বোমা দেখতে খানিকটা ফেনার মতো। প্রাথমিকভাবে মনে হতে পারে, এটি কোনও রাসায়নিকের ফেনা। কিন্তু নিক্ষিপ্ত হওয়ার পরেই ফেনা পরিণত হয় কঠিন পদার্থে। দুটি তরল দিয়ে তৈরি এই ফেনা রাখা থাকে একটি প্লাস্টিকের প্যাকেটের মধ্যে। লোহার প্রতিবন্ধক দিয়ে প্যাকেটের মধ্যে আলাদা করে রাখা হয় তরল দুটি। বোমাটি নিক্ষেপ করা হলে তরল পদার্থ দুটি একে-অপরের সঙ্গে মিশে ফোমের বিস্ফোরণ হয়। যেটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং বাতাসের সংস্পর্শে এসে দ্রুত জমাটও বাঁধতে শুরু করে। ফলে বন্ধ হয়ে যায় সুড়ঙ্গ কিংবা গুহামুখ।
ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নতুন এই অস্ত্র ‘স্পঞ্জ বোমা’ ইতোমধ্যে পরীক্ষা করেছে ইসরায়েল। পরীক্ষায় বোমাটির কার্যকারিতার প্রমাণ পাওয়া যায় বলে দাবি করেছে ইসরায়েল। মুলত, হামাসের টানেল নেটওয়ার্কের প্রবেশমুখ বন্ধ করতেই এই বিশেষ অস্ত্র ব্যবহার করবে তেল আবিব।
তবে স্পঞ্জ বোমা ব্যবহারে রয়েছে বিপত্তিও। এখনও বিপুল ইসরায়েলি হামাসের কাছে জিম্মি রয়েছে। টানেলের মুখ বন্ধ করে দিয়ে হামাস গেরিলাদের হত্যা করতে গেলে, মৃত্যু হতে পারে তাদেরও। বিশ্লেষকরা বলছেন, নতুন এ বোমা ব্যবহার করতে হলে এসব বিষয় মাথায় রাখতে হবে ইহুদি সেনাদের।
copyright © A BIJOY TV Production-2023
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytvofficial
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: