বেহুলা লক্ষিন্দরের বাসরঘর || প্রত্নতাত্ত্বিক ইতিহাস ও লোককথা || Behular Bashor Ghor
Автор: LIFE IS ENJOY .
Загружено: 2025-05-01
Просмотров: 1309
Описание:
বেহুলা লক্ষিন্দরের বাসরঘর || প্রত্নতাত্ত্বিক ইতিহাস ও লোককথা || Behular Bashor Ghor#shorts বেহুলা লক্ষিন্দরের বাসরঘর || প্রত্নতাত্ত্বিক ইতিহাস ও লোককথা || Behular Bashor Ghor বগুড়া শহর থেকে প্রায় ১১কিলোমিটার দূরে গোকুল গ্রামে খননের মাধ্যমে আবিস্কৃত হয় এই প্রত্ন নিদর্শন। প্রাচীন বাংলার লোকগাঁথা মনসামঙ্গল কাব্যের প্রধান চরিত্র বেহুলার বাসর হিসেবে সাধারণভাবে পরিচিত হলেও এর রয়েছে প্রত্নতাত্ত্বিক ইতিহাস। এটাকে গোকুল মেধও বলা হয়।
সংক্ষেপে প্রত্নতাত্ত্বিক ইতিহাস জানিয়ে দিয়েই ফিরবো বহুলা লক্ষিন্দরেই সেই কাহিনীতে।
বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তররের মতে আনুমানিক খৃস্টিয় ৬/৭ শতাব্দির মধ্যে এটি নির্মিত হয়। বলা হয়ে থাকে এখানে বেহুলার বাসর হয়েছিল। যা সেন যুগের অনেক পূর্বেকার ঘটনা। এরপর খ্রিষ্টিয় ১১-১২শতকে সেন আমলে এখানে একটি বর্গাকৃতির শিবমন্দির নির্মিত হয়েছিলো।
১৯৩৪-৩৬ সালে প্রত্নতাত্ত্বিক খননের ফলে ১৭২টি প্রকোষ্ঠের সমন্বয়ে ১৩মিটার উঁচু এ পুরাকীর্তির ধ্বংসাবশেষ উন্মোচিত হয়।
এখানে বহু গর্তযুক্ত একটি ছোট প্রস্তর খন্ডের সঙ্গে ষাঁড়ের প্রতিকৃতি একটি স্বর্ণ পত্র পাওয়া গিয়েছিল।
এ থেকে ধারণা করা হয়, এটি একটি বর্গাকৃতির শীব মন্দির ছিলো। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা ও হিউয়েন সাং তাদের ভ্রমণ কাহিনীতে এটাকে বৌদ্ধ মঠ হিসেবে উল্লেখ করেছিলেন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: