এখন আর তরমুজ বিক্রি করতে পারছেন না ভাইরাল হওয়া সেই তরমুজ
Автор: গরিবের নিউজ Gen-Z
Загружено: 2025-03-21
Просмотров: 5
Описание:
শিরোনাম: এখন আর তরমুজ বিক্রি করতে পারছেন না ভাইরাল হওয়া সেই তরমুজ বিক্রেতা
ট্যাগ:
#ভাইরাল_তরমুজ_বিক্রেতা
#কারওয়ান_বাজার
#ব্যবসায়িক_সমস্যা
#সামাজিক_যোগাযোগ_মাধ্যম
#কনটেন্ট_ক্রিয়েটর
#আত্মহত্যার_হুমকি
সম্প্রতি রাজধানী ঢাকার কারওয়ান বাজারের তরমুজ বিক্রেতা মোহাম্মদ রনি তার ব্যতিক্রমী বিক্রয় কৌশল ও আকর্ষণীয় স্লোগানের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন। তার "ওই কিরে, ওই কিরে", "মধু রসমালাই" ইত্যাদি স্লোগান নেটিজেনদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। তবে এই ভাইরাল হওয়া রনির জন্য আশীর্বাদ না হয়ে, অভিশাপ হিসেবে দেখা দিয়েছে। বর্তমানে তিনি তরমুজ বিক্রি করতে পারছেন না এবং ব্যবসায়িক সমস্যায় ভুগছেন।
ভাইরাল হওয়ার পর থেকে রনির দোকানে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছেন। অনেকেই সেখানে এসে ভিডিও করেন, ছবি তোলেন এবং তাকে নিয়ে কনটেন্ট তৈরি করেন। এই অতিরিক্ত ভিড়ের কারণে প্রকৃত ক্রেতারা তার দোকানে আসতে সংকোচবোধ করছেন, ফলে তার তরমুজ বিক্রি কমে গেছে। এতে করে প্রায় দেড় লাখ টাকার তরমুজ অবিক্রীত থেকে যাচ্ছে এবং পচনের মুখে পড়েছে।
এই পরিস্থিতিতে রনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং আত্মহত্যার হুমকি দিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, "আমারে এরকম বিরক্ত করলে আমি গলায় ছুরি দিমু নয়তো ২৪ তলা থেকে পড়ে আত্মহত্যা করমু ভাই। আমার দেড় লাখ টাকার মাল পচে যাচ্ছে। আমি বিক্রি করতে পারতেছি না।" তিনি কান্নাজড়িত কণ্ঠে অনুরোধ করেন, "আমারে বিরক্ত করবেন না ভাই। কর্ম করে খাইতে দেন ভাই।"
রনির এই অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। অভিনেতা শামীম হাসান সরকার এক ফেসবুক পোস্টে লেখেন, "তরমুজ ব্যবসায়ীকে দিয়ে সবাই ফেসবুকে বা নিজের ব্র্যান্ডিং করে ডলার কামাইলো, অপরদিকে ঐ তরমুজ ব্যবসায়ী নিজের তরমুজ বিক্রি করতে না পেরে কাঁদছে, তার দেড় লাখ টাকার তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে।" তিনি আরও লেখেন, "লোকটার জন্য মায়াই লাগতেসে। ঐ কিরে? ব্যবসা করতে দেন ওনারে!"
নেটিজেনদের মধ্যে অনেকেই কনটেন্ট ক্রিয়েটরদের সমালোচনা করছেন এবং রনিকে তার স্বাভাবিক ব্যবসা করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা মনে করেন, কনটেন্ট ক্রিয়েটরদের উচিত রনির দোকানে ভিড় না করে তাকে তার ব্যবসা চালাতে সহযোগিতা করা। এতে করে রনি তার জীবিকা নির্বাহ করতে পারবেন এবং তার অর্থনৈতিক সমস্যা সমাধান হবে।
গরিবের নিউজ চ্যানেল সবসময় সমাজের অবহেলিত ও সমস্যাগ্রস্ত মানুষের কথা তুলে ধরে। রনির এই পরিস্থিতি আমাদের চ্যানেলের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ। আমরা এই ঘটনার বিস্তারিত প্রতিবেদন তৈরি করে আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করব, যাতে সমাজের সবাই এই বিষয়ে সচেতন হয় এবং রনির পাশে দাঁড়ায়। গরিবের নিউজ চ্যানেল বিশ্বাস করে, সমাজের প্রতিটি সদস্যের উচিত একে অপরের পাশে থাকা এবং সহযোগিতার হাত বাড়ানো।
''গরিবের নিউজ'' চ্যানেল সবসময় সমাজের নানান সমস্যার খবর সংগ্রহ করে এবং তা প্রচার করে। রনির এই ঘটনা আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ, তাই আমরা এই বিষয়ে বিশেষ প্রতিবেদন তৈরি করব। আমাদের দর্শকদের কাছে অনুরোধ, রনির মতো মানুষের পাশে দাঁড়ান এবং তাদের সমস্যাগুলো সমাধানে সহযোগিতা করুন।
Повторяем попытку...

Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: