সাতক্ষীরা মেডিকেল থেকে একসাথে ২৬ জন ডাক্তারের বদলি--আজও সাতক্ষীরায় ৬ জনের মৃত্যু
Автор: dainik satkhira
Загружено: 2021-07-06
Просмотров: 354
Описание:
সাতক্ষীরা জেলার একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন চিকিৎসকে বদলি করা হয়েছে।
এদের মধ্যে ১০ জনকে পদায়ন করা হয়েছে যশোর জেলা হাসপাতালে ও ১৬ জনকে পদায়ন করা হয়েছে সাতক্ষীরা সদও হাসপাতালে। আগামী ৭ জুলাই এর মধ্যে পদায়নকৃতদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব জাকিয়া পারভনি গতকাল সোমবার এই সরকারি প্রজ্ঞাপন স্মাক্ষর করেন। যশোর জেলা হাসপাতালে বদলীকৃতরা হলেন ডা. মোহাম্মদ শরিফুজ্জামান, ডা. মোহাম্মদ আল মামুন হোসেন, ডা. প্রবির কুমার দাশ, ডা. মনিরুজ্জামান, ডা. মোজাম্মেল হক, ডা. মোহাম্মদ শরিফুল ইসলাম, ডাঃ সাইফুল ইসলাম, ডা. হোসনে আরা, ডা.সাইফুল্লাহ ও ডা. জিএমএম ফারুকুজ্জাম।
অপরদিকে মেডিকেল কলেজ থেকে সাতক্ষীরা সদর হাসপাতালে বদলী করা হয়েছে ডা. শেখ আবু সাঈদ, ডা.ফারহানা হোসেন, ডা. মোছাঃ খসরুবা পারভীন, ডা. সুতপা চ্যাটার্জি, ডা. মোহাম্ম শামছুর রহমান, ডা. ইনামুল হাফিজ, ডা. জাহিদুল ইসলাম, ডা. ফকরুল আলম, ডা. নাছরিন সুলতানা, ডা. নাছির উদ্দিন গাজী, ডা. শেখ নাজমুস সাকিব. ডা. ফাহমিদা জামান, ডা. মেহজান নাজরিন, ডা. উপমা গুহ রায়, ডা. আনিছুর রহমান, ডা.শরিফা জামান।
সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়াত বদলির বিষয়টি নিশ্চিত করে বলেন, চিঠি এখনো পর্যন্ত তার হাতে পৌছায়নি। কিন্তু বিষয়টি সত্য।
এদিকে ৫৮ জন ডাক্তারের বিপরীতে মাত্র ৩১ জন ডাক্তার নিয়ে খুড়িয়ে খুড়িয়ে চলছে সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতাল। বাকি ২৭ পদে ডাক্তার শুন্য রয়েছে। এছাড়া ২০ জন ওয়ার্ড বয় ও ২০ জন আয়া এবং ৩০ জন পরিচ্ছন্নকর্মী প্রয়োজন বলে জানিয়েছেন হাসপাতালের তত্বাবধায়ক ডা. শেখ কুদরত-ই-খোদা।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: