বিষয়: আহলে হাদীসের পরিচয়।উপস্থাপনায়: মুস্তাকিম বিন মুজাম্মেল। Mufti Elyas Ahmad Moinpuri
Автор: Mufti Elyas Ahmad Moinpuri
Загружено: 2025-06-04
Просмотров: 95
Описание:
আহলে সুন্নাত পরিচয় দিতে হবে এটাও কোন হাদিসে নাই। হাদিসে যেমন সুন্নত মানার কথা আছে, হাদিস মানার কথাও আছে। আর প্রাচীনকাল থেকেই হকপন্থী দল বুঝাতে আহলে হাদিস বা আহলে সুন্নাত দুটি শব্দ ব্যবহৃত হয়েছে।
ইমাম আহমদ বিন সিনান আল কাত্তান রাহিমাহুল্লাহ যিনি ছিলেন ইমাম বুখারী ও ইমাম মুসলিম রাহিমাহুমাল্লাহর উস্তাদ তিনি বলেছেন
আহলে হাদিসদের ঘৃণাকারীরা হলো বেদআতি।
ﺳﻤﻌﺖ ﺃﺑﺎ ﻋﻠﻲ اﻟﺤﺴﻴﻦ ﺑﻦ ﻋﻠﻲ اﻟﺤﺎﻓﻆ ﻳﻘﻮﻝ: ﺳﻤﻌﺖ ﺟﻌﻔﺮ ﺑﻦ أحمد ﺑﻦ ﺳﻨﺎﻥ اﻟﻮاﺳﻄﻲ ﻳﻘﻮﻝ: ﺳﻤﻌﺖ ﺃﺣﻤﺪ ﺑﻦ ﺳﻨﺎﻥ اﻟﻘﻄﺎﻥ ﻳﻘﻮﻝ: «ﻟﻴﺲ ﻓﻲ اﻟﺪﻧﻴﺎ ﻣﺒﺘﺪﻉ ﺇﻻ ﻭﻫﻮ ﻳﺒﻐﺾ ﺃﻫﻞ اﻟﺤﺪﻳﺚ، ﻭﺇﺫا اﺑﺘﺪﻉ اﻟﺮﺟﻞ ﻧﺰﻉ ﺣﻼﻭﺓ اﻟﺤﺪﻳﺚ ﻣﻦ ﻗﻠﺒﻪ»
ইমাম আহমদ বিন সিনান আল কাত্তান রহিমাহুল্লাহ বলেন
পৃথিবীতে এমন কোন বেদআতি নেই যে আহলে হাদিসদেরকে ঘৃণা করে না। একজন ব্যক্তি যখন বেদআতি হয়ে যায় তখন হাদিসের স্বাদকে তার অন্তর থেকে ছিনিয়ে নেওয়া হয়।
(মারিফাতু উলুমিল হাদীস লিল হাকিম ১/৪ পৃষ্ঠা) সনদ অত্যন্ত সহীহ।
ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ আলী ইবনুল মাদিনী রহিমাহুল্লাহ বলেছেন বলেছেন
পৃথিবীর বুকে একমাত্র আহলুল হাদিসরাই হকপন্থী।
ইমাম তিরমিযী রহিমাহুল্লাহ তাঁর হাদীসের কিতাব সুনানে তিরমিযী এর মধ্যে বলেন,
ﺳﻤﻌﺖ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺇﺳﻤﺎﻋﻴﻞ ﻳﻘﻮﻝ: ﺳﻤﻌﺖ ﻋﻠﻲ ﺑﻦ اﻟﻤﺪﻳﻨﻲ ﻳﻘﻮﻝ: _ ﻭﺫﻛﺮ ﻫﺬا اﻟﺤﺪﻳﺚ _ ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: ﻻ ﺗﺰاﻝ ﻃﺎﺋﻔﺔ ﻣﻦ ﺃﻣﺘﻲ ﻇﺎﻫﺮﻳﻦ ﻋﻠﻰ اﻟﺤﻖ ﻓﻘﺎﻝ ﻋﻠﻲ: ﻫﻢ ﺃﻫﻞ اﻟﺤﺪﻳﺚ.
ইমাম তিরমিযী রহিমাহুল্লাহ বলেন,
আমি ইমাম মুহাম্মাদ বিন ইসমাইল আল-বুখারীকে বলতে শুনেছি। তিনি বলেন, আমি ইমাম আলী ইবনুল মাদানীকে বলতে শুনেছি, তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদীসটি বর্ণনা করলেন যে, "আমার উম্মতের একটি দল হকের উপর সর্বদা বিজয়ী থাকবে"। অতঃপর আলী ইবনুল মাদানী রহিমাহুল্লাহ বলেন তাঁরা হলেন আহলুল হাদীস।
(সুনানে তিরমিযী ৪/৭৪ পৃষ্ঠা ) সনদ অত্যন্ত সহীহ।
সুতরাং প্রিয় মুসলিম ভাইয়েরা আমার!
আসুন আমরা সবাই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ভালবাসি এবং তার হাদিসের কিতাবগুলো অধ্যয়ন করি। এবং তার হাদিসের অনুসরণ করি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানে না সে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য উম্মত। আর যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানবে সে ব্যক্তিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাধ্য উম্মত এবং সে ব্যক্তি নাজাত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করে নাজাত পাওয়ার তৌফিক দান করুন।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: