কার সঙ্গে সংসার করবেন শাকিব? অপু নাকি বুবলী? Shakib । Apu । Bubly । Bijoy TV
Автор: BIJOY TV
Загружено: 2023-05-19
Просмотров: 142805
Описание:
#shakibkhan #apu #bubly #শাকিব #অপু #বুবলী
ঢাকাই শোবিজ পাড়ায় এখন কান পাতলেই শোনা যায়, শাকিব খান-অপু বিশ্বাস এবং চিত্রনায়িকা বুবলীকে নিয়ে নানা গুঞ্জণ। দেশের চলচ্চিত্র অঙ্গনে এই তিন তারকা সুপারস্টার হওয়ায়, তাদের নিয়ে গুঞ্জণ থাকবে স্বাভাবিক। তবে এই ত্রয়ীকে নিয়ে আলোচনা-সমালোচনা বা গুঞ্জণ যেন সব কিছুকেই ছাড়িয়ে গেছে। কারণ, সিনেমার চেয়ে ব্যাক্তিগত সম্পর্ক নিয়েই তাদের ঘিরে ভক্তদের যত আলোচনা।
আলোচনার শুরুটা অবশ্য চিত্রনায়ক শাকিব খানই শুরু করেছিলেন। সম্প্রতি দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নায়ক জানিয়েছিলেন, বুবলীর সাথে তার অধ্যায় শেষ হয়ে গেছে। আর কখনও অনস্ক্রিন কিংবা অফস্ক্রিনে তাদের একসাথে দেখা যাবে না।
এদিকে, শাকিবের এমন বক্তব্যের পর বুবলী জানিয়েছিলেন ঠিক বিপরীত কথা। নায়িকা জানিয়েছিলেন, শাকিবের সাথে এখনও তার বিবাহ বিচ্ছেদ হয়নি। শুধু তাই নয়, গেল রোজার ঈদে শাকিবের সঙ্গে একসাথে একান্তে সময় কাটানোর কথাও জানান অভিনেত্রী।
বুবলীর এমন বক্তব্যের পর কিং খানও কোন প্রতিক্রিয়া জানাননি। বুবলীর সাথে যে তার বিবাহ বিচ্ছেদ হয়েছে, এমন কোন প্রমাণ শাকিব খান এখনও দেখাতে পারেননি। তাই ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে, আসলেও কি বুবলীর সাথে শাকিবের বিচ্ছেদ হয়েছে? নাকি শুধু মুখের কথাই বলেছেন নায়ক!
এত গেল শাকিব-বুবলীর প্রসঙ্গ। এখন আসা যাক, চিত্র নায়িকা অপু বিশ্বাসের কাছে। ঢালিউড কিং- এর এই প্রাক্তন স্ত্রী শাকিব-বুবলী ইস্যুতে পুরোটা সময় মুখে কুলুপ এঁটে ছিলেন। মাঝখানে শুধু বলেছিলেন, কি হচ্ছে আর কি হবে তা সময়ই বলে দিবে। অপুর এই মন্তব্য শুনে ভক্ত-অনুরাগীরা ধরে নিয়েছিলেন, আবার হয়তো শাকিবের সাথে এক ছাদের নিচে সংসার করতে দেখা যাবে অভিনেত্রীকে। কারণ হিসেবে ভক্তরা দেখছেন, বছরের শুরুতে শাকিবের সাথে অপু বিশ্বাসের সম্পর্ক নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনকে।
গেল ফেব্রুয়ারীতে দেশে বহুল প্রচারিত একটি দৈনিকে ‘শাকিব খানের সঙ্গে সম্পর্ক জোড়া লাগছে? যা বললেন অপু বিশ্বাস’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে কিং খানের সাথে সম্পর্কের বরফ গলছে বলে জানান চিত্রনায়িকা অপু বিশ্বাস। অপু জানিয়েছিলেন, শাকিব খানের সঙ্গে প্রায়ই তার কথাবার্তা হয়। ব্যক্তিগত ব্যাপারের পাশাপাশি কাজ নিয়েও পরামর্শ পান তার কাছ থেকে। শুধু তাই নয়, শাকিবের পরিবারের সাথেও তার সম্পর্ক বেশ ভালো বলে জানান অভিনেত্রী।
এরপর থেকেই ভক্ত-অনুরাগীদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তবে কি সব ভুলে আবারও অপু বিশ্বাসের সাথে ঘর বাঁধবেন নায়ক? নাকি চলমান বুবলী ইস্যু নিয়ে ঝেড়ে কাশবেন শাকিব। অথাৎ, তাদের এই কাঁদা ছোড়াছুড়ি কি বন্ধ হবে?
নেটিজেনদের বেশিরভাগই অবশ্য চান, চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাথেই আবার ঘর বাঁধুক শাকিব। অন্তত নেটমাধ্যমে চোখ বুলালে এমনটাই দেখা যায়। তবে সবকিছু আসলে নির্ভর করছে ঢাকাই কিং এর উপর। তাই অপু বিশ্বাসের সুরে বলাই যায়, কি হচ্ছে আর কি হবে, তা সময়ই বলে দিবে।
copyright © A BIJOY TV Production-2023
সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: / bijoytvlimited
Youtube: / bijoytvofficial
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: