Pandit Sanjay Mukherjee - Tabla (SOLO)- ASANSOL SANGEET SAMMELAN (3rd Year) 31st Jan 2024
Автор: Pratidhwani Foundation প্রতিধ্বনি
Загружено: 2024-05-25
Просмотров: 11200
Описание: প্রতিধ্বনি ফাউন্ডেশন আয়োজিত তৃতীয় বর্ষের আসানসোল সঙ্গীত সম্মেলন এর প্রধান শিল্পী ছিলেন পন্ডিত সঞ্জয় মুখার্জী মহাশয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন গণনাট্যর সহ সম্পাদক অভিজিৎ ঘোষ, বিশিষ্ট চিত্রকর সুমিত গাঙ্গুলি, বিশিষ্ট শিক্ষক তথা নাট্য ব্যক্তিত্ব সুমিত বন্দ্যোপাধ্যায়, সমাজকর্মী সুরঞ্জনা মুখার্জী, বিশিষ্ট চিকিৎসক দেবাশীষ ব্যানার্জী সহ শহরের বিশিষ্ট জনেরা।প্রথম দিন ছিল শাস্ত্রীয় সঙ্গীত এর আসর। যেখানে মূল আকর্ষণ ছিলেন পণ্ডিত সঞ্জয় মুখোপাধ্যায় এর একক তবলা। হারমোনিয়াম সঙ্গতে ছিলেন হিরণ্ময় মিত্র। এছাড়াও ছিল ময়ূখ মুখোপাধ্যায় এর তবলা ও শুভাশিস চক্রবর্তী র সরদ যুগলবন্দী। কণ্ঠে ছিলেন আই টি সি স্কলার মেধা বসু ও আসানসোলের সনামধন্য প্রসূন ব্যানার্জী মহাশয়। এছাড়াও হারমোনিয়াম এ ছিলেন কমলাক্ষ মুখোপাধ্যায় ও তবলায় ছিলেন ইমন সরকার, জ্ঞানপ্রকাশ মন্ডল। অপরদিকে দ্বিতীয় দিন সাজানো হয়েছিল আসানসোলের সনামধন্য শিল্পীদের নিয়ে। যেখানে অনুষ্ঠানের প্রথমেই মূল আকর্ষণ ছিল আদ্রিতা চ্যাটার্জী, স্মরন্যা চট্টরাজ, পদ্মজা গঙ্গোপাধ্যায় ও বৈভব ব্যানার্জী এই চার খুদের দুর্দান্ত পরিবেশনা। এরপরে ঈশিতা চ্যাটার্জী, প্রণয় কর্মকার, দেবকনা ভট্টাচার্যের পরিবেশনাও দর্শকের মন জয় করে নেয়। আর শেষে বর্ণালী চ্যাটার্জী ও তৃষিত চৌধুরীর গানের রেশ নিয়েই দর্শকরা বাড়ি ফেরেন। প্রতিধ্বনির শাস্ত্রীয় সঙ্গীত ও বাংলা গানের এই অনুষ্ঠান যেন আসানসোলের সংস্কৃতিকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে।
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: