প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন নির্দেশনা | সকল MFS সার্ভিস নিবন্ধন বাধ্যতামূলক | DPE Circular 2025
Автор: Alamin Hossain
Загружено: 2025-10-26
Просмотров: 60
Описание:
বাংলাদেশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) থেকে প্রকাশিত সর্বশেষ অফিসিয়াল নির্দেশনা অনুযায়ী,
উপবৃত্তি বিতরণ ও অন্যান্য আর্থিক কার্যক্রমের জন্য সকল কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) যেমন বিকাশ, নগদ, রকেট, উপায় ইত্যাদি একাউন্ট নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।
👉 নির্দেশনা অনুযায়ী নিজস্ব NID ও মোবাইল নাম্বার দিয়ে MFS একাউন্ট খুলে তথ্য আপডেট করতে হবে।
👉 এটি মূলত BACS ও iBAS++ সিস্টেমের সঙ্গে সমন্বয়ের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
📄 এই ভিডিওতে সার্কুলারের বিস্তারিত ব্যাখ্যা, প্রযোজ্য কর্মকর্তা-কর্মচারীদের করণীয়, এবং নিবন্ধন প্রক্রিয়া ধাপে ধাপে তুলে ধরা হয়েছে।
📅 প্রকাশের তারিখ: ২৬ অক্টোবর ২০২৫
📌 উৎস: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ।
#DPE #প্রাথমিকশিক্ষাঅধিদপ্তর #PrimaryEducation #MFSRegistration #bKash #Nagad #Rocket #Upay #iBASPlus #BACS #GovernmentCircular #EducationNews #BangladeshEducation #DPECircular2025 #প্রাথমিকশিক্ষা #উপবৃত্তি #শিক্ষাসংবাদ #বাংলাদেশ #DPEUpdate
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: