কম খরচে ব্রুডার তৈরি করুন নিজেই..!!🦃👀
Автор: RN Agro Farm " কোয়েল ও মুরগি হ্যাচারি "
Загружено: 2025-05-12
Просмотров: 1471
Описание:
নিজেই কম খরচে ব্রুডার/brudder তৈরি করুন:
প্রয়োজনিয় সামগ্র:
chick guard/চিক গার্ড ( রাবার ম্যাট/কাউ ম্যাট ), হোভার/hover, Energy bulb/এনার্জি বাল্ব, ১০০ ওয়াট হিট বাল্ব, পাটের বস্তা, w1209 incubator controller/ ইনকিউবেটর কন্ট্রোলার, হোল্ডার, তার, কাঠের গুড়া/ তুষ, ইত্যাদি।
অটো ব্রুডার বানাবেন৷ যেভাবে। ব্রুডার বানানোর নিয়ম, ব্রুডিং এর তাপমাত্রা: ১ম দিন ৩৫-৩৬°, ২-৩ দিন ৩৪-৩৫, ৪-৫ দিন ৩৩-৩৪, ৬-শেষ পর্যন্ত ৩২-৩৩ ডিগ্রি°
উল্লেখ্য: শিতের দিনে ব্রুডিং এর সময় ও তাপমাত্রা পরিবর্তন হবে
ব্রুডিং কালিন ঔষধ
নিজেই মাংসের মুরগি পালন করার সুবিধা:
মাংসের মুরগির জন্য সবচাইতে মুরগি হচ্ছে বলের মুরগি, যা আমরা স্থানীয় ভাষায় পোল্ট্রি মুরগি বলে থাকি, এটি খুবই দ্রুত বর্ধনশীল, এবং বয়লার মুরগির উৎপাদন খরচ খুবই কম হওয়ায় এটি পালনের সুবিধা লাভবান হওয়া যায়। নিজের বাসায় বা বেলকনিতে বা ঘরের কোনে খাঁচায় পাঁচটি বা ১০ টি বয়লার মুরগি পুষলে আপনার পারিবারিক মাংসের চাহিদা পূরণ হওয়ার পাশাপাশি সুন্দর সুস্বাদু মাংস উপভোগ করতে পারবেন। এবং যেহেতু এটি নিজের পোষ্য তাই এটিতে কোন প্রকার অ্যান্টিবায়োটিক বা প্রবায়োটিক (নিজে না দিলে)
কোন প্রকার সন্ধেও থাকবে না। এবং বলের মুরগির যে একটি প্রকৃত স্বাদ আছে সেটি পাবেন। নিজে মুরগি পালন করলে তা বাজারে কেনা মুরগির থেকে শতগুণে ভালো হওয়ার পাশাপাশি অনেক সহজলভ্য হবে। এছাড়াও অতিথি আপ্যায়নে সুবিধা হবে।
গরমে খামারে প্রস্তুতি : গরমে মুরগিকে পরিস্কার ফ্রেস পানি দিন। ভিটামিন সি/ ( vitamin c ) জাতিয় স্যালাইন দিন বা গ্লুকোজ দিন। চাইলে লেবু - চিনি দিয়ে পানি দিতে পারেন। ব্রয়লার বা দেশি মুরগি খাবার না খেলে রুচির ঔষধ দিতে পারেন। লিটার / তুষ / কাঠের গুড়া / ভুষি ভেজা থাকলে তা পরিষ্কার করে দিন। #মুরগি কে #পরিষ্কার ঠান্ডা পানি দিন 🌊🦃। মুরগিকে ঠান্ডা পরিবেশ দিন। মুরগির ঠান্ডা লেগেছে কিনা খেয়াল রাখুন। মুরগি ঠিক করে খাচ্ছে কিনা খেয়াল রাখুন। গরমে মুরগির হজমের সমস্যা হতে পারে তাই এনজাইম ওষুধ খায়িয়ে রাখবেন। মুরগি গরম পেলে খাবেনা এবং মুরগির ওজন কমে যাবে।
মুরগির বাচ্চা পালন, মুরগি পালন, মুরগির বাচ্চার ব্রুডিং, গরমে মুরগির বাচ্চার ব্রডিং, গরমে মুরগির ঔষধ, কোয়েল পাখির ঠান্ডা লাগলে করনীয়, মুরগির ঠান্ডা লাগলে করনীয়, কোয়েল পাখির বাচ্চার ব্রুডিং, কোয়েলের বাচ্চা ব্রুডিং, কোয়েল পাখির ব্রুডিং, ব্রুডিং করার নিয়ম, কোয়েল পাখির খামার, murgi palon, murgir baccha, broiler, boiler, poultry, farming, dim para murgir khabar, layer layer 1 feed, deshi murgi, gorom a murgir khamare koronio, মুরগির খামার, মুরগির বয়স অনুযায়ী খাদ্য তালিকা, মুরগিকে কোন বয়সে কোন ফিট দিবেন, ব্রয়লার মুরগির খাবার তালিকা, বলার মুরগির লিটার ব্যবস্থাপনা, বলার মুরগির লাইটিং, বয়লার বাচ্চা বোর্ডিং, গরমে বয়লার বাচ্চা বোর্ডিং,
আমার কাছে ০-১ দিনের বাচ্চা থেকে ব্রুডিং কমপ্লিট বাচ্চা পাবেন 🐣 এছাড়াও ১০/২০/২৫/৩০ দিনের বাচ্চা পাওয়া যাবে 💞🐣💞
#সোনালী সুপার হাইব্রিড মুরগির A+ মানের বাচ্চা ও ডিম সংগ্রহ করতে call করুন🦃
#চিনা-হাসের বাচ্চা নিতে চাইলে বা বুকিং করতে কল করুন নিচের নাম্বারে🐣🦆
Pure #দেশি মুরগির বীজ ডিম ও বাচ্চা নিতে কল করুন 🐣🦃
Location : Paragram, Alfadanga, Faridpur🏁
CN: 01326395660
Proprietor: S.M. Habibur Rahman ( RumaN ) 💞
Cash on Delivery ও পাওয়া যাবে। তবে location ও দুরত্ব বুঝে আলোচনা সাপেক্ষে চার্য নির্ধারন করা হবে! 🐣💞
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: